December 22, 2024, 5:35 pm
কক্সবাজার প্রতিনিধিঃ ২০ ফেব্রুয়ারী মঙ্গলবার কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়,স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক লাইসেন্স বিহীন হাসপাতাল এবং ল্যাব বন্ধে চকরিয়া স্বাস্থ্য বিভাগ কতৃক অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন চকরিয়া সহকারী কমিশনার ( ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাহাত উজ জামান এবং UHFPO ডাঃ শোভন দত্ত , চকরিয়া থানার প্রতিনিধি, স্যানিটারী ইন্সপেক্টর ( ভারপ্রাপ্ত) আরিফুল ইসলাম, অভিযানে লাইসেন্স নবায়ন না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ, মেডিকেল টেকনোলজিস্ট বিহীন রিপোর্ট প্রদানের কারণে নিম্নলিখিত হাসপাতালগুলো কে জরিমানা করা হয় এবং সংশোধনের জন্য ১ মাসের সময় নির্ধারণ করে দেওয়া হয়। চকরিয়া শেভরন হাসপাতাল ও ডায়াগনস্টিক জরিমানা ৫৫০০০টাকা, ম্যাক্স হাসপাতাল জরিমানা ৩০০০০ টাকা, চকরিয়া মা ও শিশু জেনারেল হাসপাতাল জরিমানা ৫০০০ টাকা, সিটি হাসপাতাল জরিমানা ২০০০০ টাকা, সরকারি কোন অনুমোদন না থাকায় নিম্নলিখিত হাসপাতাল গুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিলগালা করা হয় –
বরইতলি আন-নুর হাসপাতাল, ডুলহাজারা আছিয়া মেমোরিয়াল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, চৌয়ারপাড়ি ডায়াগনস্টিক সেন্টার, খুটাখালী ল্যাব,খুটাখালী ডক্টরস ল্যাব।