December 25, 2024, 2:11 am
সোনাগাজী (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর সোনাগাজীতে রিপোর্টার্স ইউনিটির ইফতার দোয়া মাহফিল ও সাবেক সভাপতি হাবিবুল ইসলাম রিয়াদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসাঈন কে সংবর্ধনা ১৯এপ্রিল মঙ্গলবার ইউনিটি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সাহেদ সাব্বিরের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ দাইয়্যান।
বিশেষ অতিথি ছিলেন, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন, ওসি তদন্ত আবুল কাসেম, কাউন্সিলর জামাল উদ্দিন নয়ন।
এসময় প্রথম আলো প্রতিনিধি আমজাদ হোসাইন, উপ-পরিদর্শক আরিফুল আমিন দোলন, আমাদের সময়ের প্রতিনিধি ওমর ফারুক, দেশ রুপান্তরের প্রতিনিধি শফিউল্যাহ রিপন, সমৃদ্ধ সোনাগাজী উন্নয়ন ফোরামের সভাপতি ইব্রাহীম মোঃ সাকিল, সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আবছার সোহাগ, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুর রহিম রুবেল, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম মামুন, নির্বাহী সম্পাদক হাবিবুল ইসলাম রিয়াদ, ইকবাল হোসাইন। দোয়া পরিচালনা করে শহীদুল ইসলাম মামুন।