December 23, 2024, 3:51 am
চট্টগ্রামস্থ আরএমএস ফ্যামিলি গ্রুপের প্রতিষ্ঠান সুফি ডাইয়িং এসোসিয়েরিস ইন্ডাষ্ট্রি ও শাহ আমানত ইলাস্টিক এসোসিয়েরিস ইন্ডাষ্ট্রির এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদ্দুনবী (দ:) উপলক্ষে ১৬ নভেম্বর পবিত্র কোরআন খতম ও গাউসিয়া শরীফ এর আয়োজন করা হয় ।
বায়েজিদ বোস্তামিস্থ ৫২/বি, নাসিরাবাদ ইন্ডাষ্ট্রিয়াল এরিয়ায় অফিসে অনুষ্টিত আয়োজনের উদ্বোধণ করেন আনজুমানে রহমানিয়া আহমদীয়া সুন্নীয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন। এতে আরো উপস্থিত ছিলেন শোলকবহর ওয়ার্ড সাবেক কাউন্সিলর আলহাজ্ব মুরশেদ আলম, বিশিষ্ট লেখক ও গবেষক কলামিস্ট অধ্যাপক ড. মাসূম চোধুরী , মার্কেংটাইল ব্যাংক এর আরএম জসিম উদ্দিন, ম্যানেজার নিজাম উদ্দিন মামুন, ডাচ বাংলার ম্যানেজার মো: এজাজ, মো: সালাউদ্দিন, ইউসিবিএল ব্যাংক এর ম্যানেজার হুমায়ুন কবির, ব্যাংক এশিয়ার ম্যানেজার মো: তারেক, স্ট্যান্ডাড ব্যাংক এর ম্যানেজার মো: ফয়সাল, ঢাকা ব্যাংকের ম্যানেজার জসিম উদ্দিন প্রমুখ।