December 23, 2024, 7:28 am
নিজস্ব প্রতিবেদক ॥
এজলাস কক্ষে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় বিচারকার্য শুরু করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ। বুধবার সকাল ৯টার পর থেকে দিনের বিচার কাজ শুরু করেন আপিল বিভাগ।
এর আগে গতকাল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতির এজলাসে সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা বসানোর কাজ শেষ হয়।
গতকাল সন্ধ্যার পর আপিল বিভাগের এক নম্বর কোর্টের এজলাস কক্ষে ক্যামেরা বসানোর কাজ শুরু হয়। এই কাজ চলে গভীর রাত পর্যন্ত। পুরো এজলাস কক্ষ ক্যামেরার আওতায় আনতে আটটি সিসি ক্যামেরা বসানো হয়।
বুধবার সকালে সুপ্রিম কোর্টে গিয়ে দেখা যায়, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ যে আদালত কক্ষে বিচারকার্য পরিচালনা করেন সে আদালত কক্ষে আটটি সিসি ক্যামেরা চলমান রয়েছে।
গত ৫ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিকে কেন্দ্র করে আপিল বিভাগের এই আদালতে ‘নজিরবিহীন’ হট্টগোল হয়।
তখন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতি এক ঘণ্টার মতো নির্বিকার এজলাসে বসে থাকেন। এ সময় আইনজীবীদের আচরণে প্রধান বিচারপতি চরম ক্ষোভ প্রকাশ করেন। এরপরই প্রধান বিচারপতির এজলাসে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্তের কথা জানানো হয়।