December 25, 2024, 6:04 pm
ডেক্স নিউজ – সিরিয়ায় বহুপক্ষীয় যুদ্ধে নানান সময় নানান চমক চলে আসছে ক্রমাগত । সাম্প্রতি এমন একটি খবর আলোচনায় এসেছে যে , সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী শনিবার দেশটির মধ্যাঞ্চলীয় একটি সামরিক ঘাঁটিতে ইসরাইলের বিমান হামলা প্রতিহত করেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়। একাধিক বিমান সেখানে হামলা চালানোর চেষ্টা করছিল বলে জানা গেছে ।
সিরিয়ার হয়ে লড়াই করতে যাওয়া ইরানি সৈন্যদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর সময় ইসরাইলি সামরিক বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে তেলআবিবের পক্ষ থেকে এমন কথা জানানোর পর এ খবর দেয়া হলো ।
অন্যদিকে আইএসের পতন এবং নিঃষ্প্রভতায় একে অন্যের প্রতি নিজেদের সামরিক শক্তির সক্ষমতা প্রদর্শণে লিপ্ত হয়েছে তুর্কী ,সিরিয়া,ইসরাইল আমেরিকা এবং রাশিয়া ।