October 27, 2024, 8:17 pm

সংবাদ শিরোনাম :
কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  দোয়া মাহফিল ও আলোচনা সভা ব্যবসয়ী এম শরীফ উদ্দিনের নামে মিথ্যা মামল প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন কালীগঞ্জে গুড়ি গুড়ি বৃষ্টি ও বাতাসে উঠতি আমন ধানের ক্ষতি  দক্ষিণখানে নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় রাজউকের উচ্ছেদ অভিযান খিলক্ষেত কুরাতুলি ট্রাকের বেপরোয়া কান্ডে পুলিশ নিহত  শুধু ছাত্রলীগ নিষিদ্ধে আমরা সন্তুষ্ট নয়;সকল অঙ্গ-সঠনকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক এম রশিদুজ্জামান মিল্লাত ডেঙ্গু প্রতিরোধে দক্ষিণ খান বিএনপি’র ভিন্ন রকম ক্যাম্পেন  শেখ হাসিনাকে ৫৭ বার ফাঁসি দিলেও ক্ষতি পূরণ হবে না: সেলিম উদ্দিন। টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সভায় আ’লীগ নেতাসহ ৯ জনের সদস্যপদ বাতিল পাইকগাছায় ঘুর্ণিঝড় ডানার প্রভাবে অসহায় দিনমজুর সহিলের মাথা গোজার ঠাইটুকু হারিয়ে ফেলেছে

সিদ্ধিরগঞ্জে ডিপিডিসি’র ৩৩/১১ কেভি ট্রান্সফর্মারে অগ্নিকান্ড, প্রায় ২ মিলিয়ন টাকা ক্ষতি

নারায়ণগঞ্জ (সিদ্ধিরগঞ্জ) প্রতিনিধি ॥

নারায়ণগঞ্জে ডিপিডিসি’র সিদ্ধিরগঞ্জ ৩৩/১১ কেভি গ্রীড উপকেন্দ্রের পাওয়ার ট্রান্সফর্মার (জেটটি-১) ক্যাবলে সোমবার রাতে অগ্নিকান্ডের ঘটনায় ঘটেছে। আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডের কারণে এ উপকেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুত সরবারহ বন্ধ হয়ে যায়। ঘটনার দেড় ঘন্টা পর গ্রীডের প্রকৌশলীরা এসে বিকল্পভাবে বিদ্যুত সরবরাহ চালু করেন।

ফায়ার সার্ভিস ও গ্রীড উপকেন্দ্রের লোকজন জানায়, রাত সাড়ে ৭টার দিকে আকস্মিকভাবে ডিপিডিসি’র সিদ্ধিরগঞ্জ ৩৩/১১ কেভি গ্রীড উপকেন্দ্রের পাওয়ার ট্রান্সফর্মার (জেটটি-১) ক্যাবেলে অগ্নিকান্ড শুরু হয়। পরে গ্রীড উপকেন্দ্রের লোকজন আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণে এ উপকেন্দ্রের অধীনে সকল এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে যায়। আগুনের খবর পেয়ে ডিপিডিসি’র গ্রীডের প্রকৌশলীরা ঘটনাস্থলে এসে বিকল্পভাবে বিদ্যুত সরবরাহ চালু করেন। ডিপিডিসি’র গ্রীড দক্ষিণ -১ এর নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী বলেন, আগুনে কি কি পুড়েছে এবং কি পরিমাণ ক্ষতি হয়েছে তা আমরা তদন্ত করে দেখছি।

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহজাহান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে পাওয়ার ট্রান্সফর্মার ক্যাবেলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আমাদের ৩টি ইউনিট আধঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তিনি আরো জানান, আগুনে ২০ লাখ টাকা ক্ষতি দেখানো হয়েছে। 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন