December 23, 2024, 2:50 am
ডেক্স নিউজ – উদ্দেশ্যবিহীন ঘোরা-ঘুরি করতে থাকায় , নেত্রকোনায় এক যুবককে আটক করে পরে তার ব্যাগে শিশুর মাথা দেখতে পায় উপস্থিত জনতা । এরপর উত্তেজিত জনতা গণপিটুনিতে জেলার নিউটাউন পুকুর পাড়ে হত্যা করে তাকে । তার ব্যাগ করে ৬/৭ বছরের শিশুর মাথা পাওয়া যায় ।
জানা যায়, যুবকটি একটি শিশুর কাটা মাথা সহ স্থানীয় হরিজন পল্লিতে উদ্দেশ্যহীন ঘুরতে থাকে । সন্দহ জনক কিছু আচরণ লক্ষ্য করলে ধীরে ধীরে জনতা উপস্থিতি বাড়ে এবং তাকে তাড়িয়ে এনে উক্ত স্থানে গণপিটুনি দেয় । ফলে তার মূত্যু হয় ।
অন্য দিকে ,এই সংবাদ দ্রুত থানায় পৌছলে নেত্রকোণা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন । তারা অই যুবকের লাশ এবং শিশুর কাটা মাথা ইয়দ্ধার করে মর্গে পাঠান ।
নেত্রকোণা পুলিশের উর্দ্ধতণ কর্মকর্তারা যুবকের পরিচয় জানতে জোড় চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা যায় । তাহলেই কেন শিশুটিকে হত্যা করা হয়েছে তা জানা যাবে এমন ধাত্রণা করছে আইন-শৃংখলা বাহিনী ।
ছবি-সংগৃহীত