December 26, 2024, 5:34 am
নঈমুল আলমঃ সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে কথিত সীমানা পিলারসহ দুইজনকে আটক করেছে। গত ২৫শে জানুয়ারি (রোজ বৃহস্পতিবার ) রাত সাড়ে ৮টার দিকে আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের জিয়ারুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে এই সীমানা পিলার উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের মৃত আফছার সানার ছেলে মোঃ জিয়ারুল ইসলাম (৪৫) এবং একই উপজেলার কচুয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মোঃ শাহজামান সানা (৪০)।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা এলাকায় সীমানা পিলার বেচা কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে রাত সাড়ে ৮টার দিকে আসামী জিয়ারুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে একটি কথিত সীমানা পিলার সহ জিয়ারুল ইসলাম ও শাহজামান সানাকে আটক করা হয়।তিনি আরো বলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর দিক নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় আশাশুনি থানায় একটি মামলা হয়েছে।