October 27, 2024, 12:32 pm

সংবাদ শিরোনাম :
ব্যবসয়ী এম শরীফ উদ্দিনের নামে মিথ্যা মামল প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন কালীগঞ্জে গুড়ি গুড়ি বৃষ্টি ও বাতাসে উঠতি আমন ধানের ক্ষতি  দক্ষিণখানে নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় রাজউকের উচ্ছেদ অভিযান খিলক্ষেত কুরাতুলি ট্রাকের বেপরোয়া কান্ডে পুলিশ নিহত  শুধু ছাত্রলীগ নিষিদ্ধে আমরা সন্তুষ্ট নয়;সকল অঙ্গ-সঠনকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক এম রশিদুজ্জামান মিল্লাত ডেঙ্গু প্রতিরোধে দক্ষিণ খান বিএনপি’র ভিন্ন রকম ক্যাম্পেন  শেখ হাসিনাকে ৫৭ বার ফাঁসি দিলেও ক্ষতি পূরণ হবে না: সেলিম উদ্দিন। টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সভায় আ’লীগ নেতাসহ ৯ জনের সদস্যপদ বাতিল পাইকগাছায় ঘুর্ণিঝড় ডানার প্রভাবে অসহায় দিনমজুর সহিলের মাথা গোজার ঠাইটুকু হারিয়ে ফেলেছে খুলনা জেলা কারাগারে হাজতি ও কয়েদির সাথে মারামারি

সাংবাদিক হাসনাত তুহিনের বাড়ি দখল ও হামলার ঘটনায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধিঃ-সাংবাদিক হাসনাত তুহিন এর বাড়ি দখল ও হামলার ঘটনায় তার মা গোল আফরোজ বেগম বাদী হয়ে গত ০৬/০৫/২০২১ ইং তারিখে দাগনভূঞা থানায় লিখিত এজাহর দায়ের করিলে দাগনভূঞা থানা তার সত্যতা পেয়ে দাগনভূঞা থানার মামলা নং ৮ তারিখ ০৬/০৫/ ২০২১ ইং ধারা ১০৯/১৪০/৪৪৭/৪৪৮/৩০৭/৩২৩/৩২৫/৪২৭/৩৫৪/৩০৮/৫০৬(২) পেনাল রুজু করেন। বাদীর মামলার এজাহার হতে জানা যায়, আসামী আবদুল আজিজ,জাহাঙ্গীর আলম, জাকের হোসেন,শহিদ,সিয়াম সাহ অজ্ঞাত নামা ৮/১০ জনের বিরুদ্ধে মামলা আনয়নের পর ০৯/০৬/২০২১ইং বুধবার সকাল ৯ ঘটিকার সময় দাগনভূঞা থানার দায়িত্ব রত অফিসার আনোয়ার হোসেন সহ তার সঙ্গীয় পুলিশ অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ জাকে হোসেন(৪৫) ও শহিদ(৩৫)সাং- বেতুয়া থানা-দাগনভূঞা কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করিলে বিজ্ঞ আদালত আসামীদের জেল হাজতে প্রেরণ করেন।

উল্লেখ, ঘটনার তারিখ ও সময়ে ১ নং আসামীর হুকুমে ২-৫ নং আসামীগণ অজ্ঞাত নামা আসামীগণ সহ কিরিচ, হকিস্টিক, রড়, লাঠি, সোটা নিয়া বাদিনীর মালিকীয় দখলীয় ভূমিতে বেআইনিভাবে অনুপ্রবেশ করিয়া বেদখলের উদ্যেশ্যে জোরপূর্বক পাকা রাস্তা নির্মাণের লক্ষ্যে ইট, বালি, রড, সিমেন্ট, জড়ো করিতে থাকিলে বাদিনীর ছোট ছেলে প্রতিবাদ করিলে ২-৫ নং আসামী সহ অজ্ঞাত নামা ৮/১০ জন আসামী সহ তাদের হাতে থাকা লাঠি, সোটা, কিরিজ, লোহার রড় সাথে নিয়ে হত্যর উদ্যেশ্যে অবরুদ্ধ করিয়া বাদিনীর ছোট ছেলে তানজিদ মাহমুদ তুষারকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে ও হত্যা চেষ্টা করে।বদিনীর ছোট ছেলে প্রাণে বাঁচার জন্য ঘরে প্রবেশ করিলে আসামীগণ ঘরের বাউন্ডারি টিন সহ ঘরও দরজা জানালা ভাংচুর করিয়া বাদিনী ও তার ছেলেকে হত্যার জন্য আসামীগণ বাদিনীর গৃহে অনাধিকার প্রবেশ করিয়া ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। বাদিনী বাধা প্রধান করিলে বাদিনীর পরনের কাপড়চোপড় টানা হেচড়া করিয়া শ্লীলতাহানি করেন।আসামীগণ বাদিনীকে পিঠে আঘাত করে।বাদিনী সহ তার ছেলে কে আটক করিয়া ঘরে থাকা পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও বাদিনীর নাতির আকিকা অনুষ্ঠানের জন্য রাখা আলমিরা হইতে নগদ ১,২০,০০০ (একলক্ষ বিশ হাজার টাকা) নিয়া যায়।আসামীগণ বাদিনীর সর্বমোট ৪,৭০,০০০/ চার লক্ষ সত্তর হার টাকা ক্ষতি সাধন করে।এক পর্যায়ে বাদিনী ও তার ছেলে শৌর চিৎকার করিতে থাকিলে আসামীগণ ঘটনাস্থল ত্যাগ করার সময় বাদী ও তার পরিবার পরিজনকে ঘরের মধ্যে আগুন দিয়ে পুড়ে ফেলার ও জানে মেরে ফেলার হুমকি দিয়া ঘটনাস্থল ত্যাগ করে।স্বাক্ষী গণ ও এলাকার লোকজন বাদিনী ও তার ছেলেকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভত্তি করেন।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন