December 23, 2024, 7:47 am
সুধীর চন্দ্র দাশ,কক্সবাজারঃ বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) উখিয়া উপজেলা কমিটি অনুমোদন করা হয়েছে। সভাপতি হিসেবে বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এম আর আয়াজ রবি ও সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিক জাহাঙ্গীর আলমসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার (১৭-ফেব্রুয়ারি-২৪ ) বিকাল ৪টায় উখিয়াস্থ আরাফাত হোটেলের ৩য় তলায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্টিত সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপা ( বাংলাদেশ পরিবেশ আন্দোলন) কক্সবাজার জেলা শাখার বিপ্লবী সভাপতি সিনিয়র সাংবাদিক জনাব এইচ এম এরশাদ, প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপা (বাংলাদেশ পরিবেশ আন্দোলন) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব কলিম উল্লাহ কলিম। তাছাড়া উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা কমিটির সহ সভাপতি সাংবাদিক ইকবাল বাহার চৌধুরী, কক্সবাজার সদর উপজেলা শাখার সভাপতি এনামুল হক চৌধুরী।
বাপা জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে ২১ সদস্য বিশিষ্ট উখিয়া উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ২১ জনের কমিটিতে অন্যান্য সদস্যবৃন্দ হচ্ছেন-সিনিয়র সহ-সভাপতি-সৈয়দ হোসাইন চৌধুরী,প্রফেসর গোলাম কবির, জাফর আলম, সাধার সম্পাদক-জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক হাজী আবুল হাশেম, রাশেদুল আলম রহমত, সাংগঠনিক সম্পাদক-আবদুল্লাহ আল জোবায়ের, সহ-সম্পাদক বেদার উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক- শাখাওয়াত হোসাইন সোহাগ, অর্থ সম্পাদক-হারুনুর রশিদ, দপ্তর সম্পাদক-মোঃ জয়নাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক-মো: আবদুল করিম,
বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক-রেজাউল করিম, নদী ও জলবায়ু সম্পাদক-মোঃ ইউসুফ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক-ইমরান খান, মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা জোবেদা খানম,আপ্যায়ন বিষয়ক সম্পাদক-সিরাজুল হক, নির্বাহী সদস্য আনোয়ার- হোসাইন চৌধুরী, নির্বাহী সদস্য-সালামত উল্লাহ।
তাছাড়া, উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে জালিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী ও এডভোকেট আবদুল মালেকের নাম ঘোষনা করেন, আজকের সম্মেলনের প্রধান অতিথি ও বাপা কক্সবাজার জেলা শাখার সভাপতি সাংবাদিক এইচ এম এরশাদ।