October 26, 2024, 12:26 pm

সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে দক্ষিণ খান বিএনপি’র ভিন্ন রকম ক্যাম্পেন  শেখ হাসিনাকে ৫৭ বার ফাঁসি দিলেও ক্ষতি পূরণ হবে না: সেলিম উদ্দিন। টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সভায় আ’লীগ নেতাসহ ৯ জনের সদস্যপদ বাতিল পাইকগাছায় ঘুর্ণিঝড় ডানার প্রভাবে অসহায় দিনমজুর সহিলের মাথা গোজার ঠাইটুকু হারিয়ে ফেলেছে খুলনা জেলা কারাগারে হাজতি ও কয়েদির সাথে মারামারি ৭ম আন্তর্জাতিক Flight Safety Seminar 2024 এর সমাপনী অনুষ্ঠান বিগত ১ বছরে দুবার ঝড়ে কপাল পোড়েছে কয়রা বাসির দুর্নীতিতে অভিযুক্ত তবুও নির্বাহী প্রকৌশলী শারমিনকে গাজীপুরে পদায়ন সাবেক কমিশনার হারুনের দাপটে বসত ভিটে ছড়া এক দম্পতি   খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত

সাংবাদিককে হেনস্তার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন।

ফেনী প্রতিনিধিঃ ফেনীতে সাংবাদিক ইউসুফ আলীকে কোমরে রশি বেধে হাতকড়া পরিয়ে আদালতে প্রেরন করে হেনস্তা করার প্রতিবাদে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

গতকাল বুধবার ( ২৩ নভেম্বর) সকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রথম আলো সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের সভাপতিত্বে ও দৈনিক ডিজিটাল সময় সাংবাদিক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় সিনিয়র সাংবাদিক ও বিভিন্ন উপজেলার সাংবাদিক নেতারা জোরালো প্রতিবাদ ও নিন্দা জানান।

এসময়ে শাহজালাল রতন ( সমকাল), আব্দুর রহিম (সাবেক প্রেস ক্লাবের সভাপতি), শাহাদাত হোসাইন ( ফেনীর সময়), আজাদ মালদার ( আরটিভি), জসিম মাহমুদ ( স্টার লাইন) , এনএন জীবন( স্বদেশ পত্র), আতিয়ার সজল ( সময় টিভি), আবু তাহের ভূঁইয়া ( ডিবিসি টিভি, দিদারুল আলম ( এটিএন নিউজ), সৈয়দ মনির (ভোরের কাগজ), আরিফুর রহমান (যমুনা টিভি), নাজমুল হক শামিম ( মানব জমিন), মাইনুল রাসেল ( এসএ টিভি), মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া ( মুক্ত খবর), নুর তানজিলা রহমান ( স্বদেশ কন্ঠ), সাহিদা সাম্য লিনা ( আঁচল), নুর উল্লাহ কায়সার ( বনিকবার্তা), আলা উদ্দিন ( আমার কাগজ), শফিউল্লাহ রিফাত ( দেশ রুপান্তর), আবদুর রহীম ( হাজারিকা প্রতিদিন), আব্দুল্যাহ মামুন (দৈনিক ফেনী), গাজী হানিফ ( অগ্রসর), পিনু শিকদার (সময়ের আলো) সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকেরা।

বক্তারা বলেন,সাবেক পুলিশ সুপারের দেয়া গায়েবি মামলায় শুধুমাত্র হাজিরা ভুলের কারনে মাত্র একদিনের ব্যবধানে রাতের অন্ধকারে পুলিশ ইউসুফ কে আটক করে, পরদিন কোমরে রশি বেঁধে হাত কড়া পরিয়ে আদালতে প্রেরন যে হেনস্তা করা হয়েছে, তার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এদিকে সাংবাদিক ইউসুফ আলীকে ফেনীর আদালতে বুধবার দুপুরে জামিন দিয়েছে। মানববন্ধন শেষে জামিনে মুক্ত সাংবাদিক ইউসুফ আলীকে ফেনী জেলা কারাগারের গেইট থেকে বিকেলে ফুলেল শুভেচছা জানিয়ে বরণ করেন ফেনীর কর্মরত সাংবাদিকরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন