December 24, 2024, 3:09 am
মোঃ খাইরুজ্জামান সজিবঃ বাসাবো ফ্লাইওভারের ঢালে সহ বিভিন্ন স্থানে সবুজবাগ থানার পক্ষ থেকে সাধারন জনগণ, পথ চারী, রিক্সাচালক সহ বিভিন্ন পেশার মানুষের মধ্যে পানিও খাবার স্যলাইন বিতরন করা হয়
দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের কারণে ডিএমপি পুলিশ কমিশনার এর নির্দেশক্রমে আজ বাসাবো ফ্লাইওভারের ঢালে সবুজবাগ থানার পক্ষ থেকে সাধারণ জনগণ, পথচারী রিক্সাচালক সহ বিভিন্ন পেশার মানুষের মধ্যে পানিও খাবার স্যালাইন বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার গোবিন্দ্র চন্দ্র পাল পিপিএম, সহকারী পুলিশ কমিশনার সবুজবাগ জোন শোভন চন্দ্র হোড়, অফিসার ইনচার্জ প্রলয় কুমার সাহা, পুলিশ পরিদর্শক তদন্ত আজগর আলী, পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ সোলাইমান গাজী সহ – সবুজবাগ থানার সকল অফিসার্স ফোর্স এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।