December 22, 2024, 10:13 pm
চুয়াডাঙ্গা প্রতিনিধি ॥
খুলনা রেঞ্জের ১০টি জেলার মধ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সফলতার সঙ্গে মামলা তদন্তে ২য় স্থান অর্জন করেছে। জেলা পুলিশের এ সফলতার স্বীকৃতিস্বরুপ পুলিশ সুপার জাহিদুল ইসলামকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। বুধবার খুলনা রেঞ্জ অফিসে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভা থেকে রেঞ্জ ডিআইজি খ. মহিদ উদ্দিন ও অতিরিক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন।
এ প্রসঙ্গে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, এ সফলতা চুয়াডাঙ্গা জেলা পুলিশের সব সদস্যর। তাঁদের ঐকান্তিক চেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে। এ সফলতা যেন পরবর্তীতে অব্যহত থাকে, এ জন্য তিনি জেলা পুলিশের সব সদস্যের আন্তরিকতা কামনা করেছেন। এ ছাড়া জেলার সব শ্রেণি-পেশার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার।