December 22, 2024, 10:50 pm

সংবাদ শিরোনাম :
জনগণের প্রত্যাশা পূরণে অন্তবর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে:উত্তরা পূর্ব থানা কর্মিসভায় আমিনুল হক পারিবারিক কলহের জেরে আপন ভাই কর্তৃক জলিল হত্যা মামলার পলাতক আসামি সাগর (২০) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‍্যাব-৭ লাখো মুসল্লির অশ্রু সজল নয়নে আমিন-আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামিনী কান্ত, গ্রেফতার  ২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO CAA Approval of Training Organizations (ATO) Course এর সমাপনী অনুষ্ঠিত খুলনায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ঢাকায় ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর ইজতিমা উত্তরা প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দক্ষিনখানে রাজউকের নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ করছে মধ্য আজিমপুরের ইসলাম বোখারী রোডে মোহাম্মদ আব্দুল্লাহ

সন্তানকে খুনের পরিকল্পনা করতে গিয়ে, স্ত্রী কন্যা সহ খুন হলেন নিজেই

তাছলিমা তমাঃ ঢাকা জেলার আশুলিয়া থানাধীন উত্তর ভাদাইল গ্রামের ৪তলা ভবনের ৪র্থ তলায় নিজেদের ফ্লাটে ভাড়াটে খুনি ও সন্তানের হাতে নির্মমভাবে খুনের স্বীকার হন মিজানুর রহমান বাচ্চু , তার ৪র্থ স্ত্রী স্বপ্না বেগম ও মেয়ে জান্নাতুল । হত্যার পরে হত্যাকারীরা হত্যাকান্ডকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়া এবং হত্যাকান্ডের প্রমাণ মুছে ফেলার উদ্দেশ্যে কেরোসিন তেল দিয়ে আগুন লাগিয়ে কৌশলে রুমের দরজার বাইরে থেকে দরজার ভিতরের হ্যাজভোল্ট লাগিয়ে দেয়। নির্মম হত্যাকান্ডের ঘটনায় রুজু হওয়া মামলার রহস্য উদঘাটন সহ ঘটনার সাথে জড়িত আসামী তরিকুল ইসলাম ও তানভীর হাসান হিমেল দ্বয়কে গত ০৪ অক্টোবর, ও ২৪ অক্টোবর, তারিখে গ্রেফতার করেছে পিবিআই ঢাকা জেলা।

আজ সকালে পিবিআই পুলিশ সুপারের কার্যালয় উত্তরায় সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি,মোস্তফা কামাল এর তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় পুলিশ সুপার, পিবিআই ঢাকা জেলা মোঃ কুদরত-ই-খুদা এর সহযোগিতায় তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আনোয়ার হোসেন মামলাটির তদন্ত শুরু করেন।

পুলিশ সুপার, পিবিআই ঢাকা জেলা, মোঃ কুদরত-ই-খুদা এর সার্বিক দিক নির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আনোমের হোসেন এর নেতৃত্বে পিবিআই ঢাকা জেলার একটি চৌকস টিম হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের সনাক্ত করেন। হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধারের লক্ষ্যে চাঁদপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে গত ০৪ অক্টোবর ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন বারুয়াখালী নামক স্থান হতে আসামী তরিকুল ইসলাম তারেক হৃদয় কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হলে আদালত চারদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। আসামী তরিকুল ইসলাম ও তারেক হৃদয় কে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য মতে হত্যাকান্ডে ব্যবহৃত আলামত হাতুড়ি, পুতুল এবং সিজার জব্দ করা পুলিশ ।

গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গত ২৪ অক্টোবর মামলার ঘটনায় জড়িত অপর আসামী তানভীর হাসান হিমেল কে আশুলিয়ার জিরাবো এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে আদালতে ১৬৪ ধারায় অপরাধ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন