December 25, 2024, 2:27 am
মোস্তাকিম আহমেদ আলিফঃ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সম্মানে শ্রীনগর উপজেলা প্রশাসন ইফতার মাহফিলের আয়োজন করে।
মঙ্গলবার (১৯ এপ্রিল)সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ ও সহকারী কমিশনার ( ভূমি) ব্যারিস্টার সজিব আহমেদ এর দাওয়াতে এ সময় উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির লস্কর, সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম মাইজভান্ডারী, সাংগঠনিক সম্পাদক সুমন হোসেন শাওন, কোষাধক্ষ্য হামিদুল ইসলাম স্বপন, দপ্তর সম্পাদক মোফাজ্জল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ আসলাম, আইন বিষয়ক সম্পাদক শেখ আল-আমিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক শরিফুল খান প্লাবন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন জনি, সহ ক্রিয়া বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোস্তাকিম আহমেদ আলিফ, আব্দুল মান্নান সিদ্দিক ও মোজাম্মেল হোসেন পলাশ প্রমুখ।