December 22, 2024, 10:46 pm
মোঃ শাহীনঃ আজ দুপুরে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মাঠে উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় ও পুরস্কার বিতরণি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, চীফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার -উজ- জামান, ওএসপি,এসজিপি,
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান অতিথির সহধর্মিণী সারাহনাজ কমলিকা জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, চারিত্রিক বিকাশ এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার উপর গুরুত্ব আরোপ করেন।
তিনি শিক্ষার্থীদেরকে আলোকিত মানুষ ও প্রকৃত দেশপ্রেমিক হওয়ার পাশাপাশি প্রযুক্তির সর্বশেষ জ্ঞান সম্পন্ন আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ গ্রহণ করার পরামর্শ দেন।
প্রতিযোগিতায়, দৌড়,হাঁড়ি ভাঙা, মার্বেল খেলা,বেলুন ফোলা যেমন খুশি তেমন সাজো সহ বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন,
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ,সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ,শিক্ষক – শিক্ষিকাবৃন্দ,অভিভাবক মন্ডলী আমন্ত্রিত ব্যক্তিবর্গ,গণমাধ্যম ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।