December 23, 2024, 3:50 am
নিজেস্ব প্রতিনিধি – রাজধানীর একটি রেস্টুরেন্টে কর্মযজ্ঞ শুরু হলো ছবি ,”রোমিও রংবাজ”এর । সায়েম জাফর ইমামী পরিচালত এই ছবিতে
সাম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ,শিমুল খান ,অমৃতা খান, নবাগত সালমান রাহগীর এবং নবাগতা ফাহমিদা দিবা । এই ছবিটির মাধ্যমে দু’জন
নতুন মুখ ঢালিউডের পর্দায় উপহার দিতে যাচ্ছেন বলে , পরিচালকের পক্ষ থেকে জানান হয় । ছবির প্রধান দুটি রোমান্টিক নায়িকা চরিত্রে থাকছেন
অমৃতা খান এবং ফাহমিদা দিবা । আর ছবিটির প্রধান এন্টি হিরো চরিত্রে অভিনয় করবেন শিমুল খান ।
ছবির গল্প সম্পর্কে অমৃতা সাড়াদেশকে জানান ,সিলেটের ধর্মীয় রক্ষণশীল বাবা-মা হীন পরিবারের কন্যা সে । বাউন্ডেলে রোমিও তাকে পছন্দ করে
। আর প্রভাবশালী অপর নায়িকার বাবা তা মেনে না নেওয়াতেই গল্প এগিয়ে যায় ।
শিমূল খান বলেন , ” পরিচালকের উপড় আমার আস্থা আছে , হয়ত ভাল কিছুই হবে ” । শিমূল খান ছবিটিতে প্রধান একটি চরিত্রে অভিনয় করছে ।
রোমান্টিক একশান এই সিনেমাটির শ্যুটিং শুরু হতে যাচ্ছে আগামী পহেলা ফেব্রুয়ারী থেকে সিলেটের মৌলভীবাজার, জুরী এবং শ্রীমঙ্গলে ।
প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি কর্ম পরিকল্পনা তুলে ধরা হয় যে,প্রথম পর্বে টানা দুই সপ্তাহ শ্যুটিং করে ছবিটির মূল গল্পের সকল দৃশ্য
ধারণের কাজ শেষ করা হবে। তারপর খুব দ্রুতই ছবিটির দ্বিতীয় পর্বে ৪ টি গানের দৃশ্য ধারণের মাধ্যমে ক্যামেরা ক্লোজ করে সম্পুর্ন পোষ্ট
প্রোডাকশনের কাজ শেষে যত দ্রুত সম্ভব সেন্সরে করে আগামী মে মাসেই ছবিটি মুক্তির ব্যাপারে যথেষ্ট আশাবাদী পরিচালক ।
দর্শকদের ভাল লাগার ব্যপারে “রোমিও রংবাজ”ছবিটি নিয়ে অভিনেতা-অভিনেত্রী সবায় আশাবাদী ।