December 23, 2024, 8:55 am
তামান্না আক্তারঃ বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫২ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণী শনিবার বিকালে রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
উত্তরা গার্লস হাই স্কুলের অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ খসরু চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে খসরু চৌধুরী এমপি বলেন, শিক্ষা মানুষকে মেরুদণ্ড-সম্পন্ন অর্থাৎ ‘সত্যিকার মানুষ’ হিসাবে গড়ে তোলে। শিক্ষা মানুষকে নীতি-নৈতিকতার উজ্জ্বল্যে, চিন্তাশীলতার ভেতর দিয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে প্রাণিত করে।একজন মানুষ যখন নীতি-নৈতিকতায়, চিন্তায়-সৃষ্টিশীলতায় এবং দায়িত্ববোধ-দেশাত্ববোধে সমৃদ্ধ হয়, তখন একটি জাতির মেরুদণ্ড সত্যিকার অর্থেই শক্ত, মজবুত ও সোজা হয়ে যায়। আর একটা মেরুদণ্ড সম্পন্ন জাতি নিজের পৃথিবীটার নিজের দর্শন অনুযায়ী আমূল পরিবর্তন ঘটাতে পারে।