December 23, 2024, 4:46 pm
দ্রুত পণ্য খালাসের নাম সরকারের জাতীয় রাজস্ব বোর্ডের পাস করা নতুন আইন ও নীতিমালা বাতিলের দাবিতে বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা। দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বিমানবন্দরের ঢাকা কাস্টমস হাউসের কুরিয়ার গেটের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় কুরিয়ার শাখা থেকে পণ্য খালাসে কিছুটা ভোগান্তিতে পড়েন কাস্টমস কর্মকর্তা ও যাত্রীরা।
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি কুরিয়ার শাখা থেকে দ্রুত পণ্য খালাসে বাংলাদেশ ফ্রেইট ফরওয়াডিং অ্যাসোসিশনের (বাফা) নেতা ও জাতীয় রাজস্ব বোর্ডের যোগসাজসে নতুন একটি আইন পাস হয়। এই আইনটি বাস্তবায়ন হলে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রায় পাঁচ হাজার কর্মচারী সদস্য বেকার হয়ে পড়বে। আইনটি বাতিলের জন্য এরই মধ্যে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন থেকে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান বরাবর একটি আবেদন করা হয়েছে।