December 24, 2024, 4:43 pm
তামান্না আক্তার হাসিঃ আজ ২৭ এপ্রিল কাষ্টম মহাপরিচালক মহোদ্বয় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান হতে পারে।
মহাপরিচালক মহোদ্বয়ের নির্দেশনা মোতাবেক, যুগ্ম-পরিচালক-২ এবং শিফট ইনচার্জ উপ-পরিচালক জনাব মোঃ শাকিল খন্দকার-এর নেতৃত্বে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এ-শিফটের কাস্টমস গোয়েন্দা দল এয়ারপোর্টের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে।
আনুমানিক সকাল ৮ঃ৫০এর দিকে এ-শিফট টিম কর্তৃক এয়ারপোর্টের ওয়াশরুমের ময়লার ঝুড়িতে পরিত্যাক্ত অবস্থায় স্কচটেপ মোড়ান ২ বান্ডেল গোল্ডবারে ৪৬ পিস (৫.৩৫৯কেজি)স্বর্ণ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৩.৭৫ কোটি টাকা। ধারনা করাহচ্ছে রাজস্ব ফাঁকি দেয়ার উদ্দেশ্যে স্বর্ণবারগুলো আনা হয়। স্বর্ণ গুলো এয়ারপোর্টের বাইরে নিয়ে চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছে বলে প্রতীয়মান হয়।
কিন্তু কাস্টমস গোয়েন্দার সক্রিয় ভূমিকার কারণ চোরাচালান চক্র তা পেরে উঠতে পারেনি।