December 23, 2024, 4:01 am
মো.হাসমত উল্লাহঃ লালমনিরহাট থানার পুলিশর বিশেষ অভিযান চালিয়ে ৫কেজি গাঁজা ও পিকাবসহ ২ জন আসামি গ্রেফতার করেন। জেলা পুলিশ সুপার, মোঃ তরিকুল ইসলাম, দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ ওমর ফারুক এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) রওশন মিয়া সঙ্গীয় ফোর্সসহ সদর থানার ৮নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপড়া মৌজাস্থ তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোলঘরের সামনে পাকা রাস্তার উপর হতে একটি পুরাতন ফ্যাকাসে হলুদ নীল রংয়ের পিকাপ যাহার রেজি নং-ঢাকা মেট্রো-ন-১১-৭৬২৮ ২ ও ৫কেজি গাঁজাসহ দুই জন কে গ্রেফতার করেন পুলিশ।
গ্রেফতারকৃত আসামী শরিফুল ইসলাম, পাবনা জেলা সাঁথিয়া থানার পাইকর হাট পশ্চিম পাড়া গ্রামের সিদ্দিক আলী, ছেলে। শান্ত ইসলাম, পাবনা জেলা সাঁথিয়া থানার মুছিদাগ গ্রামের মাহমুদ আলী, ছেলে। গ্রেফতাকৃত আসামীদের বিরুদ্ধে সদর থানায় মাদক মামলা রুজু করা হয। বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক, জানান গোপন সংবাদের ভিত্তিতে গোকুন্ডা ইউনিয়নের তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে হতে একটি পুরাতন পিকাপ ও ৫কেজি গাঁজাসহ দুই জন কে গ্রেফতার করেন পুলিশ।