December 23, 2024, 3:45 pm
ডেস্ক নিউজ ॥
বিশ্বের খ্যাতনামা শহরগুলোর মধ্যে অন্যতম এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে ক্ষমতার কেন্দ্রবিন্দু যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের দ্বিতীয় বহুল ব্যবহৃত ভাষা বাংলা। ইংরেজির পরই শহরটিতে বাংলায় বেশি মানুষ কথা বলে। এরপরই রয়েছে পোলিশ ও তুর্কি।
‘সিটি লিট’ নামক একটি সংস্থার করা জরিপে দেখা গেছে, লন্ডনের এক লাখ ৬৫ হাজার ৩১১ জন বাসিন্দা বাংলা, পোলিশ ও তুর্কির মধ্যে যেকোনো একটি ভাষায় কথা বলেন। এদের মধ্যে বাংলাদেশ ও ভারত মিলিয়ে লন্ডনে বসবাসকারী ৭১ হাজার ৬০৯ জন বাসিন্দা প্রধানত বাংলা ভাষায় কথা বলেন।
জরিপে দেখা গেছে, লন্ডনের ৩ লক্ষ ১১ হাজার ২১০ জন বাসিন্দা বাড়িতে কোনো না কোনো বিদেশি ভাষায় কথা বলে থাকেন। তবে ব্রিটিশদের মধ্যে মাত্র তিন শতাংশ মানুষ স্বচ্ছন্দে বাংলা বলতে পারেন।
লন্ডনের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা এবং উদযাপন করা, পাশাপাশি বাসিন্দাদের একে-অপরের সঙ্গে যোগাযোগে উৎসাহিত করতে এ সমীক্ষা করা হয়।