October 27, 2024, 8:27 am

সংবাদ শিরোনাম :
খিলক্ষেত কুরাতুলি ট্রাকের বেপরোয়া কান্ডে পুলিশ নিহত  শুধু ছাত্রলীগ নিষিদ্ধে আমরা সন্তুষ্ট নয়;সকল অঙ্গ-সঠনকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক এম রশিদুজ্জামান মিল্লাত ডেঙ্গু প্রতিরোধে দক্ষিণ খান বিএনপি’র ভিন্ন রকম ক্যাম্পেন  শেখ হাসিনাকে ৫৭ বার ফাঁসি দিলেও ক্ষতি পূরণ হবে না: সেলিম উদ্দিন। টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সভায় আ’লীগ নেতাসহ ৯ জনের সদস্যপদ বাতিল পাইকগাছায় ঘুর্ণিঝড় ডানার প্রভাবে অসহায় দিনমজুর সহিলের মাথা গোজার ঠাইটুকু হারিয়ে ফেলেছে খুলনা জেলা কারাগারে হাজতি ও কয়েদির সাথে মারামারি ৭ম আন্তর্জাতিক Flight Safety Seminar 2024 এর সমাপনী অনুষ্ঠান বিগত ১ বছরে দুবার ঝড়ে কপাল পোড়েছে কয়রা বাসির দুর্নীতিতে অভিযুক্ত তবুও নির্বাহী প্রকৌশলী শারমিনকে গাজীপুরে পদায়ন

র‌্যাব-১ নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন কাঞ্চন ব্রীজ এলাকা হতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।

ডেস্কঃ র‌্যাব-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী অভিনব কায়দায় কাপড় এবং পলিথিন দিয়ে প্যাকেট করা বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য গাঁজা রাজধানী ঢাকায় নিয়ে যাওয়ার জন্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন কাঞ্চন ব্রীজ সংলগ্ন কুড়িল বিশ্বরোড গামী বিআরটিসি বাসের টিকিট কাউন্টারের সামনে গাড়ীর জন্য অপেক্ষা করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১) মোঃ জাহেদ হোসেন (২৮), পিতা- মোঃ আলী আকবর, মাতা- মিনুয়ারা বেগম, সাং- তিন নম্বর বাজার, (নূর আলমের বাড়ির পাশে), ফতেয়াবাদ, থানা- হাটহাজারী, জেলা- চট্টগ্রাম ও ২) মোঃ রুবেল মিয়া (৩৪), পিতা- মৃত তৌহিদ মিয়া, মাতা- মারুফা বেগম, সাং- দেবনগর (ধর্মঘর), মুড়া বাড়ী, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জদের’কে আটক করে।

এসময় ধৃত আসামীর নিকট হতে ২০ কেজি গাঁজা, ০২ টি মোবাইল ফোন, ০৩ টি সীম কার্ড এবং নগদ ১,০৫০/- টাকা উদ্ধার করা হয়। ধৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবত পরষ্পর যোগসাজশে কৌশলে বিভিন্ন পণ্যবাহী গাড়িতে করে হবিগঞ্জ জেলা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারী মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন