October 22, 2024, 8:58 pm

সংবাদ শিরোনাম :
খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো  ঋণখেলাপি তারেক চৌধুরী অপকর্মের শেষ কোথায়।অবৈধ ক্ষমতার দাপটে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনি বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার পূজামণ্ডপ পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান

র‌্যাব-১ এর ভ্রাম্যমাণ অভিযানে ডিএমপি ঢাকার তুরাগ থানাধীন পাসপোর্ট অফিস এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ০৭ জন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড/অর্থদন্ড প্রদান।

তামান্না আক্তারঃ– রাজধানী উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৭ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)র ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার রাতে র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মোঃ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১, উত্তরার একটি দল আজ রোববার দুপুর ১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত রাজধানীর তুরাগ থানার উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ এই অভিযানে নেতৃত্ব দেন।

তিনি আরো জানান, ভ্রাম্যমান আদালতের অভিযানকালে অবৈধ পন্থা অবলম্বনের দায়ে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক দোষী ব্যক্তি মোঃ হারুন অর রশিদ (৩৫) ও মনিরুজ্জামান বাবু (৩০)কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড, মোঃ নূর আলম (২৪)কে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড, মোঃ তৌহিদুল ইসলাম (২৩)কে ২০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ২দিনের বিনাশ্রম কারাদন্ড, মাইনুল ইসলাম (৪৭) কে ২০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ২দিনের বিনাশ্রম কারাদন্ড,ফারুক আহমদে (৫০)কে ২০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ২দিনের বিনাশ্রম কারাদন্ড, মোঃ রাসেল মিয়া (৪৬)কে ২০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ২দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।পারভেজ রানা দুর্নীতি রিপোর্ট ২৪.কমকে জানান, এ সময় আটককৃত আসামীদের নিকট থেকে ৭ টি পাসপোর্ট’র আবেদন এবং ৭টি ডেলিভারি স্লিপ জব্দ করা হয়।

তিনি জানান, জরিমানার মাধ্যমে আদায়কৃত টাকা সরকারী কোষাগারে জমা দেয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন