October 25, 2024, 12:26 am

সংবাদ শিরোনাম :
খুলনা জেলা কারাগারে হাজতি ও কয়েদির সাথে মারামারি ৭ম আন্তর্জাতিক Flight Safety Seminar 2024 এর সমাপনী অনুষ্ঠান বিগত ১ বছরে দুবার ঝড়ে কপাল পোড়েছে কয়রা বাসির দুর্নীতিতে অভিযুক্ত তবুও নির্বাহী প্রকৌশলী শারমিনকে গাজীপুরে পদায়ন সাবেক কমিশনার হারুনের দাপটে বসত ভিটে ছড়া এক দম্পতি   খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন

রোহিঙ্গা শরণার্থী শিবিরের উদ্দেশে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ডেস্ক নিউজ- উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরের উদ্দেশে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কক্সবাজার সার্কিট হাউজ থেকে সোমবার বেলা সোয়া ১১টার দিকে উখিয়ার উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। তার সঙ্গে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীদের গাড়িবহরও রয়েছে।
বিএনপি সূত্রে জানানো হয়েছে, দলের পক্ষ থেকে ক্যাম্পের দায়িত্বে থাকা সেনাবাহিনীর কাছে ৪৫ ট্রাক ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়েছে। খালেদা জিয়া রোহিঙ্গাদের তিনটি ক্যাম্পে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন।
এর আগে রোহিঙ্গা শিবিরে ত্রাণ বিতরণের উদ্দেশে গত শনিবার চারদিনের সফর শুরু করেন বিএনপি খালেদা জিয়া।  ওইদিন তিনি চট্টগ্রামে পৌঁছে সেখানে সার্কিট হাউজে রাত্রিযাপন করেন। রবিবার রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণের জন্য কক্সবাজার গিয়ে সেখানে রাত যাপন করবেন।
সেখান থেকেই আজ তিনি কক্সবাজারের বালুখালি ১ ও ২, বোয়ালখালি ও জামতলিতে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন ও ত্রাণ সামগ্রী বিরতরণ করবেন। বিএনপি চেয়ারপারসন সেখান থেকে ত্রাণ বিতরণ শেষে ঢাকায় ফিরবেন।
খালেদা জিয়া সর্বশেষ ২০১২ সালে কক্সবাজারে গিয়েছিলেন। ৫ বছরের বেশি সময় পর আবারো যাচ্ছেন। তখন রামুর বৌদ্ধ মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে করেছিলেন। তখন একটি জনসভায় অংশ নিয়েছিলেন। তবে এবার তিনি কোনো জনসভা বা পথসভায় বক্তব্য রাখেননি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন