December 22, 2024, 10:13 pm
নিজস্ব প্রতিবেদকঃ রূহ ইন্টারন্যশনাল স্কুলের ২০২৩ শিক্ষাবর্ষে ৫জন শিক্ষার্থীর হিফয সমাপন ও ৫০ জন শিক্ষার্থীর নতুন করে সবক গ্রহণ করাকে সামনে রেখেই এ আয়োজন করা হয়।
সম্প্রতি রাজধানী উত্তরার ফ্যান্টাসি আইল্যান্ড হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রূহ ইন্টারন্যশনাল স্কুলের চেয়ারম্যান, জনাব হাফেজ মুনাইম বিল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামীক চিন্তাবিদ শাইখুল কুররা বাংলাদেশের প্রধান ক্বারী মুহতারাম শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী হাফিজাহুল্লাহ।
মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্টার জনাব শাহাব উদ্দিন আহমেদ, ঢাকা ইউনিভার্সিটির আরবি বিভাগের প্রফেসর জনাব ডঃ মোঃ মিজানুর রহামান ও সাবেক নেভি কমান্ডার সিদ্দীকুর রহমান সহ আরও উপস্থিত ছিলেন হাফেজ সাইফুল ইসলাম, পরিচালক দারুল ওহী একেডেমী। এ ছাড়াও উপস্থিত ছিলেন অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্কুলের ভাইস প্রিন্সিপাল শাহাবুদ্দীন আহমেদ, কো- অর্ডিনেটর ইলিয়াস হোসাইন।
এ জমকালো আয়োজনে উপস্থিত ছিল রূহ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিয় শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দ। হেড অব এডমিন এম হাসান, এডমিন অফিসার এ এম রাশেদ এর উপস্থাপনায় এ অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত এবং ছোট্ট সোনামনীদের দারুণ সব পরিবেশনায় মুখরিত ছিল পুরো হলরুম বাচ্চারা পবিত্র কুরআন তিলাওয়াত, ইংরেজি, আরবী নাসীদ, নাটিকাসহ চমৎকার পরিবেশনায় উপস্থিত দর্শকরদের দারুন ভাবে অভিভূত করে।