December 23, 2024, 2:54 am
নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর রামপুরার চৌধুরীপাড়া মাটি মসজিদ এলাকার একটি বাসা থেকে স্বামী জুবায়ের হোসেন বিপুল( ২৭ বছর) বয়সী ও স্ত্রী মনীষা আক্তার( ১৮ বছর) বয়সী স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রামপুরা থানা পুলিশ।
শনিবার( ৯ নভেম্বর) দম্পত্তির এই ঘটনাটি ঘটে। পরে পুলিশ খবর পেয়ে দুপুর পৌনে একটা ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ছয়টার দিকে দম্পতিকে মৃত ঘোষণা করেন।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) বাছেদ মিয়া জানান, আজ দুপুরের দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থল মালিবাগ মাটি মসজিদ সংলগ্ন একটি ভবনের তৃতীয় তলায় স্বামী ফ্যানের সাথে ওরনা ঝুলন্ত এবং স্ত্রী বাড়ন্দার গ্রীলের সাথে গলায় ওরনা পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে দম্পতিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে পাঠালেন চিকিৎসক তাদেরকে মৃত্যু বলে জানান।
তিনি আরও বলেন, মৃত জুবায়ের সে একজন মোটর মেকানিক ছিলেন,ওই এলাকায় তার নিজের গ্যারেজ আছে এরই মাঝে দুই তিন মাস হল তারা প্রেম করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন,এরপর থেকে তাদের মধ্যে পারিবারিক ঝামেলা চলছিল,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে ময়নাতদন্ত শেষে প্রতিবেদন রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।