October 22, 2024, 3:25 pm

সংবাদ শিরোনাম :
খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো  ঋণখেলাপি তারেক চৌধুরী অপকর্মের শেষ কোথায়।অবৈধ ক্ষমতার দাপটে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনি বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার পূজামণ্ডপ পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান

রাজশাহী শিক্ষাবোর্ডে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫।

সোহেল রানা জেলা প্রতিনিধ রাজশাহীঃ  রাজশাহী শিক্ষাবোর্ডে এবারের এসএসসির ফলাফলে পাসের হার কমেছে। তবে বেড়েছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা। ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার ফলাফলে এমন তথ্য উঠে এসেছে।

জানা গেছে, গত বছরের ‍তুলনায় এ বছর শিক্ষাবোর্ডে পাসের হার কমেছে ৮ দশমিক ৮৩ শতাংশ। আর জিপিএ-৫ বেড়েছে ১৪ হাজার ৮০৮টি।

সোমবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এসএসসির ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মঞ্জুর রহমান খান।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এ বছর এসএসসিতে পরীক্ষার্থী কম ছিল। একইসঙ্গে করোনার প্রভাব শিক্ষার্থীদের উপর পড়েছে। শিক্ষার্থীরা ঠিকমতো লেখাপড়া করতে পারেনি। এবার এসএসসিতে পাসের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ। যা গত বছর ছিল ৯৪ দশমিক ৭১ শতাংশ। সেই হিসেবে পাসের হার কমেছে ৮ দশমিক ৮৩ শতাংশ।

অন্যদিকে ২০২২ সালে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৫১৭ জন শিক্ষার্থী। আর ২০২১ সালে জিপিএ-৫ পেয়েছিল ২৭ হাজার ৭০৯ জন। সেই হিসেবে এ বছর জিপিএ-৫ বেশি পেয়েছে ১৪ হাজার ৮০৮ জন পরীক্ষার্থী।

প্রসঙ্গত, ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় শিক্ষাবোর্ডের ২৭০টি কেন্দ্রে ২ হাজার ৬৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেয়। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৯৬ হাজার ৬০০ জন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন