October 26, 2024, 8:35 pm

সংবাদ শিরোনাম :
শুধু ছাত্রলীগ নিষিদ্ধে আমরা সন্তুষ্ট নয়;সকল অঙ্গ-সঠনকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক এম রশিদুজ্জামান মিল্লাত ডেঙ্গু প্রতিরোধে দক্ষিণ খান বিএনপি’র ভিন্ন রকম ক্যাম্পেন  শেখ হাসিনাকে ৫৭ বার ফাঁসি দিলেও ক্ষতি পূরণ হবে না: সেলিম উদ্দিন। টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সভায় আ’লীগ নেতাসহ ৯ জনের সদস্যপদ বাতিল পাইকগাছায় ঘুর্ণিঝড় ডানার প্রভাবে অসহায় দিনমজুর সহিলের মাথা গোজার ঠাইটুকু হারিয়ে ফেলেছে খুলনা জেলা কারাগারে হাজতি ও কয়েদির সাথে মারামারি ৭ম আন্তর্জাতিক Flight Safety Seminar 2024 এর সমাপনী অনুষ্ঠান বিগত ১ বছরে দুবার ঝড়ে কপাল পোড়েছে কয়রা বাসির দুর্নীতিতে অভিযুক্ত তবুও নির্বাহী প্রকৌশলী শারমিনকে গাজীপুরে পদায়ন সাবেক কমিশনার হারুনের দাপটে বসত ভিটে ছড়া এক দম্পতি  

রাজশাহীর তানোরে পূর্ব শত্রুতার জের ধরে জমির গাছ কেটে ফেলার অভিযোগ উঠছে।

সোহেল রানা রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর তানোর গংগারামপুর এলাকায় জমির আম, কমলা, পেয়ারা ৩০৩ টি গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

এ সংক্রান্তে বাগানের মালিক মোঃ মনসুর রহমান (৬০),পিতা,মৃত ইব্রাহিম, সাং গংগারামপুর,ইউনিয়ন কলমা,থানা তানোর জেলা রাজশাহী তানোর থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি জানা যায় যে আমার নিম্ন বর্ণিত তপশিল ভুক্ত জমিতে লাগানো বিভিন্ন ফলজ গাছ পূর্ব শত্রুতার জের ধরিয়া বিবাদী, ১। মো মুরাদ হোসেন (৪০), ২।মো আয়নুল (৩০),৩।মোসা স্বপনা(৪২) সর্ব পিতা মৃত আবুল কাশেম, সর্ব সাং-গংগারামপুর, কলমা ইউপিঃ থানা তানোর জেলা রাজশাহীগন সহ আরো অনেকে। ৩নং বিবাদীর হুকুমে অন্যান্য বিবাদীর ইং ০২/১২/২০২২ তারিখ সকাল অনুমানিক ০৭.০০ ঘটিকার সময় উক্ত বর্ণিত যাইয়া দেখি যে, উক্ত জমিতে লাগানো আম গাছ ১৬০ টি এবং পেয়ারা ও কমলা গাছ মিলিয়ে অনুমানিক ৩০৩ টি গাছ কাটিয়া ক্ষতি সাধন করে। আমার সন্দেহ হয় বিবাদীগন ইং ০১/১২/২০২২ তারিখে রাত্রি অনুমানিক ১০.০০ ঘটিকার ইং ০২/১২/২০২২ তারিখ ভোর অনুমানিক ০৭.০০ ঘটিকার মধ্যে যে কোন সময় বর্ণিত গাছগুলো কাটিয়া ক্ষতি সাধন করে যাহার পরিমান অনুমানিক ৫,০০,০০০/টাকা। উক্ত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বর্ণিত জমির পাশে নির্মাণধীন ভবনের কর্মরত রাজ মিস্ত্রিদের জিজ্ঞাসাবাদের জন্য যাইয়া দেখি যে,কোন রাজ মিস্ত্রি সেখানে নাই। হেড মিস্ত্রি মোঃ সাদ্দমকে উক্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে সে বলে কিছু লোক বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শন করিলে রাজ মিস্ত্রিগুলো কাজ ছাড়িয়া চলে যায়।সাক্ষী ১. মো মঞ্জুর হোসেন, পিতা ওমর আলী,সং বলদিপাড়া, ২. মো সিরাজুল ইসলাম পিতা মৃত সোহবান, ৩. মো জামাল উদ্দিন পিতা মৃত সোলেমান মোল্লা উভয় সাং গংগারামপুর,থানা তানোর জেলা রাজশাহী
সহ ঘটনাটি গ্রামের অনেকেই জানে ও শুনেছে বলে জানা যায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন