October 26, 2024, 4:31 pm

সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে দক্ষিণ খান বিএনপি’র ভিন্ন রকম ক্যাম্পেন  শেখ হাসিনাকে ৫৭ বার ফাঁসি দিলেও ক্ষতি পূরণ হবে না: সেলিম উদ্দিন। টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সভায় আ’লীগ নেতাসহ ৯ জনের সদস্যপদ বাতিল পাইকগাছায় ঘুর্ণিঝড় ডানার প্রভাবে অসহায় দিনমজুর সহিলের মাথা গোজার ঠাইটুকু হারিয়ে ফেলেছে খুলনা জেলা কারাগারে হাজতি ও কয়েদির সাথে মারামারি ৭ম আন্তর্জাতিক Flight Safety Seminar 2024 এর সমাপনী অনুষ্ঠান বিগত ১ বছরে দুবার ঝড়ে কপাল পোড়েছে কয়রা বাসির দুর্নীতিতে অভিযুক্ত তবুও নির্বাহী প্রকৌশলী শারমিনকে গাজীপুরে পদায়ন সাবেক কমিশনার হারুনের দাপটে বসত ভিটে ছড়া এক দম্পতি   খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত

রাজশাহীতে রামেক-রাবির উত্তেজনা নিরসনে রাসিক মেয়রের হস্তক্ষেপ চায় সাবেক ছাত্র সংগ্রাম পরিষদ।

সোহেল রানা রাজশাহী প্রতিনিধঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মেডিকেল কলেজের মধ্যে চলমান উত্তেজনা ও বিবাদ নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১ নভেম্বর) বেলা ১১ টায় নগরীর জিরোপয়েন্টে সাবেক ছাত্র সংগ্রাম পরিষদের আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ারের মৃত্যু পরবর্তী ঘটনার দ্রুত সমাধানের দাবী করেন এবং রামেক-রাবির মধ্যকার দন্দ নিরাসনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটনকে পদক্ষেপ গ্রহনের দাবী জানান।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাকসুর সাবেক জিএস শিবলী, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, সংগ্রাম রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক সহ সাবেক ছাত্র সংগ্রাম পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ প্রমুখ।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী শাহরিয়ারের মৃত্যুর ঘটনায় চিকিৎসকের অবহেলার অভিযোগ এনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ ঘটনার পর পাল্টাপাল্টি অবস্থানে যায় রাজশাহী মেডিকেল ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন