December 23, 2024, 12:37 pm
রাজশাহী প্রতিনিধি ॥
রাজশাহী শহীদ কর্ণেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল মুশফিকুর রহমান মাসুম।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জি: এনামুল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোকবুল হোসেন। এসময় অনুষ্ঠানে শহীদ কর্ণেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুলের শতাধিক কৃতি শিক্ষার্থীদের মাঝে সন্মাননা তুলে দেয়া হয়। পরে অতিথিদের বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।