November 14, 2024, 6:40 am

সংবাদ শিরোনাম :
লালমনিরহাটে পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত দালাল শূণ্য রুপে দেখা যায় মিরপুর বিআরটিএ কার্যক্রম সার্কেল-১ এর কয়রা উপজেলা উপজেলা সদর ইউনিয়নের ৫ ও ৬ নম্বর কয়লা লঞ্চঘাটের সড়কটির বেহাল অবস্থা ডিএনসিসির অভিযানে এবার শতাধিক ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ আদিতমারীতে ২৫০বোতল ফেনসেডিলসহ নার্গিস আক্তার গ্রেফতার পাইগাছায় হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  কয়রা আবারও একটি মিললো অজগর সাপ অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশের কপালে দুঃখ আছে রামপুরার একটি বাসা থেকে স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কয়রা প্রেসক্লাবে মিথ‍্যা মামলা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজধানীর ৩০০ ফিট সড়ক, নিয়ন্ত্রণে যৌথ অভিযান

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে ৩০০ ফিটে অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী এবং ট্র্যাফিক পুলিশ। উত্তরা আর্মি ক্যাম্পের প্রায় ৬০ জন সেনা সদস্য এবং ডিএমপির প্রায় ১২ জন পুলিশ এই অভিযানে অংশ নেন।

যৌথ অভিযানের সময় বিভিন্ন গাড়িতে তল্লাশি চালান সেনাবাহিনীর সদস্যরা। লাইসেন্স কিংবা হেলমেট বিহীন যাত্রীদের করা হয় জরিমানাও।

অভিযান থেকে বাদ যায়নি পুলিশ কিংবা গণমাধ্যম, ভিআইপি কিংবা দামি ব্র্যান্ডের কোনো গাড়িই। গণমাধ্যমের ভুয়া লোগো বহন করা গাড়িকে করা হয় জরিমানা।

বেপরোয়া যান চলাচল এবং বাইকারদের গতির প্রতিযোগিতায় অতিষ্ঠ হয়ে গেছেন বলে অভিযোগ করেন সড়কটিতে নিয়মিত যাতায়াতকারীরা। তারা প্রত্যাশা করছেন ‍নিয়মিতিই যেন এমন অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী বলছে, জরিমানা নয় সচেতনতাই ছিল অভিযানের মূল উদ্দেশ্য। এই মহাসড়কটিতে আর যেন কোনো প্রাণ না ঝরে, সে লক্ষ্যে তাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আশিক বলেন, সড়কপথে বিভিন্ন মাদক পাচার, গাড়ির ফিটনেস এবং অন্যান্য বৈধ লাইসেন্স থাকার কথা সেগুলো ছাড়া যারা চলাচল করছে তাদের সতর্ক করা । এ অভিযান নিয়মিত চলবে। আশা করি এর মাধ্যমে সবার কাছে একটা ভালো বার্তা পৌঁছাবে এবং স্বস্তি ফিরবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন