October 23, 2024, 4:27 am

সংবাদ শিরোনাম :
খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো  ঋণখেলাপি তারেক চৌধুরী অপকর্মের শেষ কোথায়।অবৈধ ক্ষমতার দাপটে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনি বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার

রাজধানীর বিমানবন্দর থানার রেল স্টেশন সংলগ্ন থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রেপ এক।

তামান্না আক্তার হাসিঃ রাজধানীর বিমানবন্দর থানার রেল স্টেশন সংলগ্ন প্রধান সড়কের মনোলোভা কাবাব রেস্টুরেন্টের বিপরীতদিকে নির্মাণাধীন ভবন এর সম্মুখ থেকে দুই জন মাদক চোরাচালানীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর একটি দল ।

গ্রেফতারকৃত মাদক চোরাকারবারি (১) জুলফু মিয়া (৩৩), নারায়ণপুর গ্রামের, আখাউড়া থানার। (২) সেতু মিয়া (২৮), কাশিনগর গ্রামের, বিজয়নগর থানার। দুজনই বি-বাড়ীয়া জেলার বাসিন্দা।

তাদের কাছ থেকে বাংলাদেশী টাকা মূল্যের দুই লক্ষ ৭৭ হাজার টাকার মাদক জব্দ করে হয়।

গতকাল২৫ জানুয়ারি বুধবার এক গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর নায়েব সুবেদার আলতাব হোসেন এর নেতৃত্বে একটি টিম বিমান বন্দর রেল স্টেশন এর সামনে প্রধান সড়কের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে ।

এই সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৬ কেজি ৯০০ গ্রাম গাজা এবং ইন্ডিয়ার তৈরী ৩৫ বোতল ESFUT উদ্ধার করা হয় ।জব্দকৃত গাজার মূল্য ৭০ হাজার টাকা এবিং ৩৫ বোতল ESFUT এর মূল্য দুই লক্ষ্য ৭ হাজার টাকা । এই অভিযানের সময় মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে বলে থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন র‌্যাব-১ এর পক্ষ থেকে অভিযোগ কারি নায়েব সুবেদার আলতাব ।

এই বিষয়ে দূর্নীতি রিপোর্ট ২৪.কমকে নিশ্চিত করে জানিয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক মিয়া পিপিএম বলেছেন , র্যাবের একটি দল নিষিদ্ধ মাদক সহ তাদেরকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে । তাদের অভিযোগের ভিত্তিতে থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত এস আই আফতাব উদ্দিন বলেছেন ,তাদেরকে বিচারিক আদালতে পাঠানো হয়েছে ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন