October 22, 2024, 7:32 pm

সংবাদ শিরোনাম :
খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো  ঋণখেলাপি তারেক চৌধুরী অপকর্মের শেষ কোথায়।অবৈধ ক্ষমতার দাপটে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনি বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার পূজামণ্ডপ পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান

রাজধানীর বিমানবন্দর ও টঙ্গী এলাকা থেকে দলনেতাসহ ০৮জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১

তামান্না আক্তারঃ সাম্প্রতিক সময়ে ঢাকার বিভিন্ন এলাকায় ছিনতাইকারী, ডাকাত, অজ্ঞান পার্টি, মলম পার্টি, ও কিশোর গ্যাং চক্রের সদস্যরা নিরীহ মানুষকে অস্ত্রাঘাত করে, প্রাইভেটকার, মোটরসাইকেল, গাড়ী, টাকা-পয়সা, মোবাইল স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। ঢাকার বিভিন্ন জায়গায় ছিনতাই ঘটনার বিভিন্ন অভিযোগ র‌্যাব-১ এর নিকট আসে। এরই প্রেক্ষিতে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র‌্যাব-১ এর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং ঢাকা ও জিএমপি টঙ্গী এর বিভিন্ন এলাকায় ছিনতাই এর সাথে জড়িত সংঘবদ্ধ চক্রকে সনাক্ত করতে সক্ষম হয়।

এরই ধারাবাহিকতায় গত ২৫ মে ২০২৪ ইং তারিখ আনুমানিক ২২১০ ঘটিকায় র‌্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জিএমপি, টঙ্গী পশ্চিম থানধীন ঢাকা টু ময়মনসিংহ হাইওয়ে রোডের পশ্চিম পাশে টঙ্গী সড়ক উপবিভাগ কার্যালয়ের সামনে পাকা রাস্তার উপর এবং রাজধানীর বিমানবন্দর থানাধীন ঢাকা ময়মনসিংহ গামী রাস্তার পূর্বপাশে ওয়ান্ডার ইন রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের কতিপয় সক্রিয় সদস্য দেশীয় মারাত্মক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হইয়া ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি উক্ত স্থানদ্বয়ে অভিযান পরিচালনা করে ছিনতাইকারী দলের ০২জন দলনেতাসহ ০৮ জন সক্রিয় সদস্য আসামী ১) মোঃ হৃদয় হোসেন (২৮)(দলনেতা) পিতা- আঃ অলি, থানা-শৈলকুপা, জেলা-ঝিনাইদহ, ২) মোঃ সাগর (২২) (দলনেতা), পিতা-আকবর আলী, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ, ৩) মোঃ রুবেল (৩২) পিতা-মৃত শাহআলম আখন্দ, থানা-বরগুনা সদর, জেলা-বরগুনা, ৪) মোঃ এমরান হোসেন (২৮) পিতা-মৃত মকবুল হোসেন, থানা-তিতাস, জেলা-কুমিল্লা, ৫) মোঃ শান্ত (২২) পিতা-মোঃ নুক্কুর, থানা-জামালপুর সদর, জেলা-জামালপুর, ৬) মোঃ আলী হোসেন(২২), পিতা-মৃত সুরুজ আলী, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ, ৭) মোঃ খোরশেদ আলম(৩৫), পিতা-মোঃ নজরুল ইসলাম, থানা-আটঘরিয়া, জেলা-পাবনা এবং ৮) মোঃ মোবারক মিয়া(২২), পিতা-মৃত খায়রুল মিয়া, থানা-গোয়লন্দ, জেলা-রাজবাড়ী’দেরকে গ্রেফতার করা হয়। এসময় ধৃত আসামীদের নিকট হতে ছিনতাই কাজে ব্যবহৃত ০৮ টি ছুরি, ০৩ টি মোবাইল ফোন এবং ০৩ টি সিমকার্ড উদ্ধার করা হয়। ধৃত আসামীরা পরস্পর যোগসাযোশে সম্মিলিত হয়ে একে অপরের সহযোগিতায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই সহ ডাকাতি করে মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীদের‘কে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার নিকট হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন