December 24, 2024, 6:16 pm
তামান্না আক্তারঃ শুক্রবার (২২ মার্চ) রাত ১০টার দিকে ধউর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ হরিরামপুরে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় ভিকটিম মো: হাসান কে উদ্ধার করে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন।
এ ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য দানিয়াল, ইবনে রাসেদ সাকিব , ফাহিম , উদয় , হৃদয় , নাদিম সিয়াম , রিফাত রেদুয়ান আহমেদ রাসেলসহ অজ্ঞাত নামা ১০/১২ জন জড়িত বলে জানা গেছে।
এবিষয়ে ভিকটিম এর বাবা বাদি হয়ে তুরাগ থানা একটি মামলা দায়ের করেন।
মামলার আয়ু এস আই মানিক মাহমুদ বলেন আমরা ১ জনকে আটক করতে পেরেছি বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।