December 22, 2024, 10:17 pm

সংবাদ শিরোনাম :
জনগণের প্রত্যাশা পূরণে অন্তবর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে:উত্তরা পূর্ব থানা কর্মিসভায় আমিনুল হক পারিবারিক কলহের জেরে আপন ভাই কর্তৃক জলিল হত্যা মামলার পলাতক আসামি সাগর (২০) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‍্যাব-৭ লাখো মুসল্লির অশ্রু সজল নয়নে আমিন-আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামিনী কান্ত, গ্রেফতার  ২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO CAA Approval of Training Organizations (ATO) Course এর সমাপনী অনুষ্ঠিত খুলনায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ঢাকায় ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর ইজতিমা উত্তরা প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দক্ষিনখানে রাজউকের নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ করছে মধ্য আজিমপুরের ইসলাম বোখারী রোডে মোহাম্মদ আব্দুল্লাহ

রাজধানীর গুলশান এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০ টি খাদ্যসামগ্রীর দোকানকে ১০ লক্ষ টাকা অর্থদন্ড করেছে র‌্যাব-৪।

তামান্না আক্তার হাসিঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মত ঘৃণ্যতম অপরাধের রহস্য উদঘাটনসহ নকল পণ্য ক্রয়-বিক্রয় ও তৈরী করায় মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার পূর্বক অর্থদন্ড আদায়ে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আনিসুর রহমান এর নেতৃত্বে ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এর সহযোগিতায় ০৭/০২/২০২২ তারিখ দুপুর ১২.৩০ ঘটিকা হতে বিকাল ১৭.০০ ঘটিকা পর্যন্ত ঢাকা মহানগরীর গুলশান-১ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিএসটিআই এর অনুমোদন বিহীন পন্য এবং পন্যের মোড়কে ওজন, পরিমান, উপাদান, উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ব্যবহার না করে পন্য মজুদ, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে নিম্নোক্ত ১০ টি খাদ্য সামগ্রীর দোকানের মালিক ও ম্যানেজারকে অর্থদন্ড প্রদান করা হয়।

ক। সৈয়দ মাহফুজ আলী (৪৮), মালিক, মেসার্স মুনিবার ট্রেডার্স’কে ১,০০,০০০/- টাকা।
খ। মোঃ রাকিবুল আলম (৩৬), ম্যানেজার, মেসার্স রাইয়ার এন্টারপ্রাইজ’কে ১,০০,০০০/- টাকা।
গ। সৈয়দ মোশেদুর রহমান (৫৫), মালিক, মেসার্স কামাল জেনারেল ষ্টোর’কে ১,৫০,০০০/- টাকা।
ঘ। মোঃ নোমান সিদ্দিক (২৭), মালিক, নাদিম এন্টারপ্রাইজ’কে ১,২৫,০০০/- টাকা।
ঙ। আরমান হোসেন রিয়াজ (৩৪), মালিক, মক্কা ট্রেডার্স’কে ১,০০,০০০/- টাকা।
চ। মোঃ ইউছুফ (৪৩), মালিক, মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স ৭৫,০০০/- টাকা।
ছ। মোঃ শাহ নেওয়াজ চৌধুরী (৩০), মালিক, মৃধা এন্টারপ্রাইজ’কে ৫০,০০০/- টাকা।
জ। সৈয়দ মাহফুজ আলী (৪৮), মালিক, ওমর ট্রেডার্স’কে ১,০০,০০০/- টাকা।
ঝ। মোঃ ইকবাল হোসেন (৩৫), ম্যানেজার, ফারুক ট্রেডার্স’কে ১,০০,০০০/- টাকা।
ঞ। মোঃ শরিফুল ইসলাম (৩৫), ম্যানেজার, নেওয়াজ এন্টারপ্রাইজ’কে ১,০০,০০০/- টাকাসহ সর্বমোট ১০ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করা হয়।

ভবিষ্যতে জনস্বাস্থ্যের সুরক্ষার্থে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন