December 26, 2024, 1:22 am
নিজস্ব প্রতিবেদক ঃ ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার কেএম দাস লেনের ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে জন্ম নেয় উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ।মহামারি করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে সারাদেশের ন্যায় রাজধানীর খিলক্ষেতে নিজস্ব দলীয় কার্যালয়ে ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ক্ষমতামীন দল আওয়ামী লীগ।
ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের এই ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন আয়োজনের মাধ্যমে স্বাস্থ্য বিধি মেনে পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৩ জুন) সন্ধ্যায় খিলক্ষেত আওয়ামী লীগ নিজস্ব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
জনাব নুরুজ্জামান দর্জির সভাপতিত্বে এবং থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো:শাহিনুর ইসলাম শাহিন আয়োজিত উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: হাবিব হাসান ভার্চুয়ালি যোগ দেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সন্মানীত সদস্য মো:রফিকুল ইসলাম।
আরও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খিলক্ষেত থানা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো:আবুল খায়ের,সহ-সভাপতি মতিউর রহমান,সহ-সভাপতি শামছুল হক,যূগ্ম-সাধারন সম্পাদক মো:শাহিনুর ইসলাম শাহিন,খিলক্ষেত থানা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক,সাবেক দপ্তর সম্পাদক মো:বিল্লাল হোসেন সেলিম,থানা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো:কামাল হোসেন সহ অংগ-সংগঠনের বিভিন্ন নেতা- নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৪৯ সালের এই দিনে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়।