October 23, 2024, 9:33 am

সংবাদ শিরোনাম :
খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো  ঋণখেলাপি তারেক চৌধুরী অপকর্মের শেষ কোথায়।অবৈধ ক্ষমতার দাপটে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনি বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার

রাজধানীতে হঠাৎ করে ছিনতাই বে‌ড়ে‌ যাবার পিছনের কারণ ক্ষ‌তি‌য়ে দেখা হচেছ : স্বরাষ্ট্রমন্ত্রী

মনির হোসেন জীবন- রাজধানীতে হঠাৎ করে ছিনতাই বে‌ড়ে‌ যাবার পিছনের কারণ ক্ষ‌তি‌য়ে দেখা হচেছ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (এমপি)।তিনি বলেন, রাজধানী ঢাকায় হঠাৎ করে ছিনতাই বে‌ড়ে‌ছে। এসব ছিনতাই‌য়ে পিছ‌নে অন‌্য কোন উ‌দ্দেশ‌্য আ‌ছে কি না তা ক্ষ‌তি‌য়ে দেখ‌ছে আমাদের আইনশৃঙ্খলা বা‌হিনী।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এসব ঘটনার সা‌থে জ‌ড়িত তা‌দের চি‌হ্নিত করার কাজ চল‌ছে। এনিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। এবিষয়ে আমরা শিগগিরই কঠোর ব্যবস্হা নিবো।

আজ সোমবার সন্ধ‌্যায় রাজধানীর বিমানবন্দর থানার উত্তরা ১ নং সেক্টর “দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি” ও উত্তরা লেডিজ ক্লাব আয়োজিত আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠান শে‌ষে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে একথা ব‌লেন তি‌নি।

নির্বাচ‌নে অ‌বৈধ অ‌স্ত্রের ব‌্যবহার বাড়‌তে পা‌রে কি না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবা‌বে স্বরাষ্ট্রমন্ত্রী ব‌লেন, নির্বাচনকে সামনে রেখে আবেগঘন পরিস্হিতির সৃষ্টি হয়। টানাপোড়ন থাকে এবং টানটান উত্তেজনা থাকে। নির্বাচন আস‌লে উ‌ত্তেজনা বা‌ড়ে। কিন্তু অ‌বৈধ অস্ত্রের বিষ‌য়ে সতর্ক অবস্থা‌নে র‌য়ে‌ছে আইনশৃঙ্খলা বা‌হিনী।

রাজধানী মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনা প্রসঙ্গ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীতে হঠাৎ করে দেখা যাচেছ ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। এনিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। এবিষয়ে আমরা শিগগিরই ব্যবস্হা নিবো এবং শেষ করতে পারবো।

আসাদুজ্জামান খান কামাল বলেন, সারা বাংলাদেশে ১ কোটি ৯৮ লাখ মানুষ বসবাস করে। দেশে নতুন প্রজন্ম মানুষের সংখ্যা বেড়ে আসছে। এক্ষেত্রে পৃথিবীর বহু দেশ পিছিয়ে আছে। এই তুলনায় আমাদের দেশ ভাল আছে। এনিয়ে ২০/৩০ বছর চিন্তা না করলেও চলবে।

প্রবীণদের সময় দেয়ার অনেক কিছু আছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ১৮ ঘণ্টা কাজ করেন। আমরা প্রধানমন্ত্রীর পথ চলার গতি দেখি। এক্ষেত্রে প্রবীণদের বয়স ৬০ এর পরিবর্তে ৮০ করলে ভাল হত। তাহলে প্রবীণদের বয়স সবসময় নবীন থাকত। তারা দেশের বোঝা হবে না। আমরা প্রবীণরা ভাল আছি।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্রমন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযুদ্বা বেনজীর আহমদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি, মেহের আফরোজ চুমকী (এমপি), শবনম জাহান শিলা (এমপি), বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্নসাধারণ সম্পাদক লীলিমা আক্তার লীলি প্রমুখ। অনুষ্টানে সভাপতিত্ব করেন, উত্তরা লেডিজ ক্লাবের সভাপতি বেগম ইসমে আরা হানিফ, আওয়ামীলীগসহ অন্যান্য অতিথিবৃন্দরা উপস্হিত ছিলেন। পরে অনুষ্টানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (এমপি) প্রবীণদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন