December 23, 2024, 12:30 pm

সংবাদ শিরোনাম :
জনগণের প্রত্যাশা পূরণে অন্তবর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে:উত্তরা পূর্ব থানা কর্মিসভায় আমিনুল হক পারিবারিক কলহের জেরে আপন ভাই কর্তৃক জলিল হত্যা মামলার পলাতক আসামি সাগর (২০) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‍্যাব-৭ লাখো মুসল্লির অশ্রু সজল নয়নে আমিন-আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামিনী কান্ত, গ্রেফতার  ২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO CAA Approval of Training Organizations (ATO) Course এর সমাপনী অনুষ্ঠিত খুলনায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ঢাকায় ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর ইজতিমা উত্তরা প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দক্ষিনখানে রাজউকের নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ করছে মধ্য আজিমপুরের ইসলাম বোখারী রোডে মোহাম্মদ আব্দুল্লাহ

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-৪।

                              বাসের চালক আটক – গাটি জব্দ।

দুর্নীতি রিপোর্ট ডেক্সঃ রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং একই পরিবারের তিনজনসহ ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন সিএনজি চালকও রয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম মো. সুমন (৩৭)। পেশায় সে সিএনজি অটোরিকশা চালক। সে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার নিয়ামতি গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার পুত্র। বর্তমানে হাজারীবাগের বোরহান লেনের বটতলা বাজার ৩৭ নম্বর বাসায় ভাড়া থাকতেন তিনি।

এছাড়া সড়ক দুর্ঘটনায় আহতরা হলেন, মো. পলাশ (২৯), তার মা সামছুন নাহার পর্বত (৫২), বোন সালেহা আক্তার (৩৫) এবং অটোরিকশা চালক মো. আমজাদ হোসেন (৬০)।

গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত ও আজ শুক্রবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ ও গেন্ডারিয়া ট্রাকস্ট্যান্ড এলাকায় পৃথক এসব দুর্ঘটনা ঘটে।

আজ রাত পৌনে ৮ টায় ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শিহাব জানান, শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে রাজধানীর গেন্ডারিয়া ট্রাকস্ট্যান্ড এলাকায় এশিয়ান লাইন বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ চারজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন আছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় বাসের চালককে আটক করা হয়েছে ও বাসটি জব্দ করা হয়েছে। তবে, তাৎক্ষণিক ভাবে বাসচালকের নাম জানা যায়নি।

নিহতের মামা আল-আমিন সাংবাদিকদের জানান, সুমন সিএনজি অটোরিকশা চালাতেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন। অটোরিকশা চালিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি পেছন থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশা উল্টে গিয়ে সুমন গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৪ টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে, তার অটোরিকশাটিও দুমরে মুচরে গেছে।

অপরদিকে, আহত অটোরিকশা যাত্রী পলাশ বলেন, আজ সকালে আমরা মা ও বড় বোনকে নিয়ে কমলাপুর থেকে সিএনজি অটোরিকশাযোগে নারিন্দা যাচ্ছিলাম। পথে দ্রুতগামী এশিয়ান লাইন নামের একটি বাস আমাদের অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে চালকসহ আমরা চারজনই আহত হই।

ওসি বাচচু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। এবিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন