admin
- Thursday, February 8, 2024 / 129 Time View
তামান্না আক্তারঃ রাজধানীর দক্ষিনখানের কাওলার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। তার নাম-ঠিকানা জানাতে পারেনি পুলিশ।
গত মঙ্গলবার রাতেরদিকে রাজধানীর কাওলার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ি সহকারি উপরিদর্শক (এএসআই) সানুমং মারমা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর কাওলার রেলগেট এলাকায় একটি ট্রেনের ধাক্কায় ঐ যুবক আহত হলে প্রথমে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতর নাম-ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।