October 23, 2024, 1:25 am

সংবাদ শিরোনাম :
খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো  ঋণখেলাপি তারেক চৌধুরী অপকর্মের শেষ কোথায়।অবৈধ ক্ষমতার দাপটে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনি বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার পূজামণ্ডপ পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান

রাউজান দক্ষিণ হিংগলা তৈয়্যবীয়া স্মৃতি সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোহাম্মদ জামশেদঃ- রাউজানের অন্যতম ধর্মীয় সুন্নী সংগঠন রাউজান দক্ষিণ হিংগলা তৈয়্যবীয়া স্মৃতি সংসদের দ্বি-বাষিক সম্মেলন ১৮ ডিসেম্বর, শুক্রবার বিকাল ৩ ঘটিকায় রাউজান দক্ষিণ হিংগলা তৈয়্যবীয়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুহাম্মদ মোরশেদ আলমের সভাপতিত্বে ও মাকসুদুল আলম সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক ও অত্র সংগঠনের উপদেষ্ঠা আলহাজ্ব আহসান হাবীব চৌধুরী হাসান। এতে উদ্বোধক ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার সিনিয়র মুদাররিস আবু তৈয়্যব আনছারী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আব্দুল আজিজ। এতে উপস্থিত ছিলেন রাউজান দক্ষিণ হিংগলা তৈয়্যবীয়া স্মৃতি সংসদের উপদেষ্ঠা মুহাম্মদ সোলাইমান মেম্বার, আবদুর রহিম, আবুল বশর কোম্পানী, সাহেদ আলী কোম্পানী, নুরুল আবছার রনি।

অনুষ্ঠানের ২য় অধবেশনে অত্র সংগঠনের উপদেষ্ঠা মোঃ ছাবের হোসেন এর সভাপতিত্বে ও সম্মেলনের কাউন্সিলর, গাউসিয়া কমিটি বাংলাদেশ, ডাবুয়া ইউনিয়ন শাখার সিঃ সহ সভাপতি আ.স.ম রাফিকুল ইসলাম রেজভীর পরিচালনায় এবং উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দের সর্ব সম্মতিক্রমে মোঃ নাঈম উদ্দিনকে সভাপতি, মোঃ মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক ও এ.আর রাশেদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৬ সদস্যবিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।

এতে আরো উপস্থিত ছিলেন, মুবিন উদ্দিন আরহান, মোরশেদ সিকদার, নাছির উদ্দিন, হাফেজ মুহাম্মদ জমির উদ্দিন, রিজোয়ান চৌং, মোঃ হোসাইন, মাকসুদুল আলম সুমন, সাহাবুদ্দিন রনি, সাইফুদ্দিন আহম্মেদ, নুর নবী, রিদোয়ান, রাহাত, ফরহাদ, সুলতান, সাইমন, শিহাব, সাবিক, শওকত, ইফতি, বাবু, আসিফ, চিশতি, ফয়াসাল, ইরফাত প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন