December 26, 2024, 1:20 am
মোহাম্মদ জামশেদঃ- রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নস্থ কদলপুর অার্দশ তরুণ একাডেমীর একঝাক তরুণ সদস্যদের উদ্যোগে এলাকার সকল কবরস্থান পরিস্কার পরিচ্ছন্নতা করার কর্মসূচী গ্রহণ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় ১৮ ডিসেম্বর শুক্রবার সংগঠনের সদস্যরা সোমবাইজ্যারহাট এর পূর্বপাশে চৌধুরী নূর আলী মুন্সি বাড়ির কবরস্থান পরিস্কার পরিছন্ন করেছেন। সপ্তাহের প্রতি শুক্রবার এই কর্মসূচী চলমান থাকবে।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহম্মদ শাকিল, মোঃ সাকিব, মোঃরায়হান, মোঃনাঈমুল ‘মোঃহান্নান, মোঃইমন, মোঃ ইমাম হোসেন, মোঃ মোরশেদ , মোঃ রাব্বী, মোঃ ফাহিম, মোঃ রাকিব, মোঃঅাকিব, মোঃসাহেদ মোঃ জিসান, মোঃনাহিদ, মোঃসাকিল, মোঃ বাবু মোঃআসিফ ১, মোঃ আসিফ ২ মোঃআবিদ, মোঃজুনায়েদ মোঃ সুজন