October 22, 2024, 5:36 pm

সংবাদ শিরোনাম :
খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো  ঋণখেলাপি তারেক চৌধুরী অপকর্মের শেষ কোথায়।অবৈধ ক্ষমতার দাপটে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনি বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার পূজামণ্ডপ পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান

যাত্রাবাড়ীতে মিশুকের ধাক্কায় দুই বছরের শিশু নিহত।

দুর্নীতি রিপোর্ট ডেক্সঃ রাজধানীর যাত্রাবাড়ীতে নিজ বাসার সামনে শিশুদের সাথে খেলতে গিয়ে মিশুকের ধাক্কায় দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত শিশুর নাম মরিয়ম (২)। সে রংপুর জেলার লালমনিরহাট থানার ছায়াছবি গ্রামের লাভলু মিয়ার কন্যা। বর্তমানে সে যাত্রাবাড়ীর কাজিরগাঁও এলাকায় ময়লা রোডে ভাড়া থাকতেন। মরিয়ম লাভলু ও ইভা ওরফে রিভা দম্পতির একমাত্র সন্তান। তার বাবা একটি কার্টন কারখানায় কাজ করেন।

আজ রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও নিহতের আআত্নীয়রা জানান, আজ শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে যাত্রাবাড়ী থানার কাজীরগাঁও

ময়লা রোড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশু মরিয়মের চাচা শামীম জানান, শনিবার বিকেলে মরিয়ম যাত্রাবাড়ীর কাজীরগাঁও এলাকায় তার বাসার সামনে অন্য বাচ্চাদের সঙ্গে খেলা করছিল। এ সময় হঠাৎ করে দ্রুতগামী একটি মিশুক আমার ভাতিজিকে সজোরে এসে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করেন।

মরিয়মের দাদি লাকি বেগম জানান, মরিয়মের বাবা লাভলু কার্টন তৈরির কারখানায় কাজ করে ও মা রিবা আক্তার গার্মেন্টসকর্মী। তাদের একমাত্র সন্তান মরিয়ম। ঘটনার সময় মরিয়মের বাবা-মা কাজে ছিল।  ওসি জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন