October 24, 2024, 4:31 pm

সংবাদ শিরোনাম :
খুলনা জেলা কারাগারে হাজতি ও কয়েদির সাথে মারামারি ৭ম আন্তর্জাতিক Flight Safety Seminar 2024 এর সমাপনী অনুষ্ঠান বিগত ১ বছরে দুবার ঝড়ে কপাল পোড়েছে কয়রা বাসির দুর্নীতিতে অভিযুক্ত তবুও নির্বাহী প্রকৌশলী শারমিনকে গাজীপুরে পদায়ন সাবেক কমিশনার হারুনের দাপটে বসত ভিটে ছড়া এক দম্পতি   খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন

যাত্রাবাড়ীতে বন্যপ্রাণী তক্ষক পাচারের  চেষ্টাকালে দু’টি তক্ষকসহ গ্রেফতার -১ 

মো: শফিকুল ইসলাম – রাজধানীর যাত্রাবাড়ীতে বিলুপ্ত প্রজাতির তক্ষক পাচারের চেষ্টাকালে দু’টি তক্ষকসহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতের নাম নিউটন চাকমা (ক্ষুদ্র নৃগোষ্ঠী)। এ সময় তার নিকট থেকে বন্যপ্রাণী পাচারে ব্যবহৃত দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।আজ বুধবার ডিএমপির যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল আলম  জানান, বুধবার ভোর ৫ টার ৫০ মিনিটের সময় যাত্রাবাড়ী থানারন কুতুবখালী পকেট গেট এলাকার একটি বাড়ির সামনে কয়েকজন চোরাকারবারি বন্যপ্রাণী তক্ষক অবৈধভাবে শিকার করে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ

ওই স্হানে তাৎক্ষণিক ভাবে ঝটিকা অভিযান চালিয়ে নিউটন চাকমা (ক্ষুদ্র নৃগোষ্ঠী)কে গ্রেফতার করে।তিনি আরো জানান, গ্রেফতারের পর তার কাছে থাকা একটি প্লাস্টিকের ঝুঁড়ি থেকে দু’টি জীবিত তক্ষক উদ্ধার করা হয়।

মফিজুল আলম জানান, নিউটন চাকমা রাঙ্গামাটির সীমান্তবর্তী এলাকা থেকে বন্যপ্রাণী তক্ষক শিকার করে বিদেশে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে নিয়ে আসে।এদিকে, ডিএমপির যাত্রাবাড়ী থানার উপ- পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান,আটককৃত যুবক নিউটন চাকমা খাগড়াছড়ি জেলার বাসিন্দা। এই তক্ষক গুলো খাগড়াছড়ি থেকে এনে ফরিদপুরের এক ব্যক্তিকে দেওয়ার কথা ছিল তার।

এসআই মনির জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র এই বন্যপ্রাণীর অবৈধ ব্যবসা করে আসছিল। নিউটন সেই চক্রের সদস্য কি না তা তদন্ত করে গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের এ কর্মকর্তা জানান, উদ্ধারকৃত বন্যপ্রাণী তক্ষক দু’টি রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে গ্রেফতারকৃত নিউটন চাকমার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন