December 24, 2024, 2:38 am
নিজস্ব প্রতিবেদকঃ মোটরসাইকেল চোর চক্রের অন্যতম নেতা সেলিমকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যকশন ব্যাটালিয়ন-১।
গতকাল সোমবার মধ্যরাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ৪টি কালো রঙের চাবি, ২টি ‘টি-টাইপ’ স্ক্র-ড্রাইভার(স্টার ও ফ্লাট) এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (০৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়ি চুরি চক্রের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। চক্রটি নিরীহ মানুষকে কৌশলে বোকা বানিয়ে, এমনকি অনেক সময় আক্রমণ করে বাস, প্রাইভেটকার, পিকআপ, ট্রাক, মোটরসাইকেল, গাড়ি, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিচ্ছে। এর প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব।
এরপর গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুরের একটি মামলার ঘটনায় পলাতক আসামি সেলিমকে রূপগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।