December 22, 2024, 10:44 pm
মিস ইন্ডিয়া- ২০২২’ প্রতিযোগিতায় শিরোপা জিতেছেন কর্নাটকের ২১ বছর বয়সী সিনি শেট্টি। প্রথম রানার আপ হয়েছেন রাজস্থানের রুবাল শেখাওয়াত এবং দ্বিতীয় রানার আপ উত্তর প্রদেশের শিনাতা চৌহান।
ভারতের নানা প্রান্ত থেকে বাছাই করা ৩১ জন প্রতিযোগীকে নিয়ে মুম্বাইয়ে শুরু হয় ‘মিস ইন্ডিয়া’র মূল আসর। সবাইকে পেছনে ফেলে বিজয়ের হাসি হাসেন সিনি।
বিচারকদের প্যানেলে ছিলেন- নেহা ধুপিয়া, মালাইকা অরোরা, ডিনো মোরিয়া, মিতালি রাজের মতো তারকারা।