admin
- Monday, November 4, 2024 / 64 Time View
তামান্না আক্তারঃ গত অক্টোবরে মাসব্যাপী উত্তরার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্যসহ অন্তত ৭৮ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির একশন গ্রুপের কে-নাইন টিম। এছাড়াও সামাজিক অপরাধ দমন, অস্ত্র, মাদক ও চোরাচালান কারবারীদের বিরুদ্ধে ডিএমপির এ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন উত্তরা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান।
আজ সোমবার (৪ নভেম্বর) বিকেল তিনটা থেকে রাজধানীর উত্তরের প্রবেশদ্বার আব্দুল্লাহপুর মহাসড়কে পুলিশের সাঁড়াশি চেকপোষ্টে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিআরটি প্রকল্পের কিছু ভুল প্ল্যানিং এর কারনেই এই ধরনের চুরির ছিনতাইসহ নানা অপরাধ সংগঠিত হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে এসব অপরাধ অনেকটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। অতি দ্রুত সময়ের মধ্যে উত্তরা জোনকে চাঁদাবাজ, সন্ত্রাস ও ছিনতাইকারীমুক্ত ঘোষণার আশা ব্যক্ত করেছেন তিনি।
অভিযানে উত্তরা পূর্ব পশ্চিম থানা পুলিশ, উত্তরা জোন ট্রাফিক পুলিশ এর পাশাপাশি ডিএমপির একশন গ্রুপের কে৯ টিম ডগ স্কোয়াডসহ অভিযানে অংশ নেয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকামুখী সন্দেহজনক যানবাহনে ডগ স্কোয়াড এর মাধ্যমে তল্লাশি চালানো হয়, সেই সাথে লাইসেন্স ও ফিটনেস বিহীন বিভিন্ন যানবাহনকে আইনের আওতায় এনে বিভিন্ন মেয়াদে মামলা দেয়া হয়।
অভিযানটি এখন থেকে ধারাবাহিকভাবে চলমান থাকবে বলে জানানো হয়েছে ডিএমপি উত্তরা জোনের পক্ষ থেকে। অভিযানে উত্তরা জোনের ট্রাফিক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।