December 22, 2024, 10:55 pm
হলিউড সিনেমার নির্মাতা রিচার্ড ডোনার মারা গেছেন। ৯১ বছর বয়সে সোমবার (৫ জুলাই) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বিষয়টি জানিয়েছেন তার স্ত্রী লরেন শুলার ডোনার।
১৯৩০ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্মগ্রহণ করেন রিচার্ড ডোনার। ১৯৫৭ সালে ক্যরিয়ার শুরু করেন রিচার্ড। টেলিভিশন সিরিজ নির্মাণের মাধ্যমে কর্মজীবন শুরু হয় তার। পরিচালনার পাশাপাশি প্রযোজক হিসেবেও নাম রয়েছে রিচার্ড ডোনারের।
১৯৭৬ সালের হরর ‘দ্য উইমেন’ ছবিটির মাধ্যমে আলোচনায় উঠে আসেন রিচার্ড। পরে ‘ফ্রি উইলি’ ও ‘দ্য লস্ট বয়েজ’ প্রযোজনা করেন তিনি। খ্যাতিমান পরিচালক স্টিভেন স্পিলবার্গের গল্প থেকে ‘দ্য গুনিজ’ নির্মাণ করেছিলেন তিনি।
তার উল্লেখযোগ্য কাজগুলো হলো- দ্য ওমেন, সুপারম্যান, দ্য গুনিজ, ডোনার কাট, সুপারম্যান-২, ম্যাভেরিক ইত্যাদি।