December 23, 2024, 3:17 am

সংবাদ শিরোনাম :
জনগণের প্রত্যাশা পূরণে অন্তবর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে:উত্তরা পূর্ব থানা কর্মিসভায় আমিনুল হক পারিবারিক কলহের জেরে আপন ভাই কর্তৃক জলিল হত্যা মামলার পলাতক আসামি সাগর (২০) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‍্যাব-৭ লাখো মুসল্লির অশ্রু সজল নয়নে আমিন-আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামিনী কান্ত, গ্রেফতার  ২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO CAA Approval of Training Organizations (ATO) Course এর সমাপনী অনুষ্ঠিত খুলনায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ঢাকায় ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর ইজতিমা উত্তরা প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দক্ষিনখানে রাজউকের নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ করছে মধ্য আজিমপুরের ইসলাম বোখারী রোডে মোহাম্মদ আব্দুল্লাহ

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নব নিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খানকে অভ্যর্থনা 

দুর্নীতি রিপোর্ট ডেক্সঃ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সদ্য নিয়োগ পাওয়া ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খানকে অভ্যর্থনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আজ ২৩ অক্টোবর ২০২৩ (সোমবার) বিকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে এ অভ্যর্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় এই প্রথিতযশা শিক্ষাবিদ, গবেষক ও সাহিত্যিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান, ‌’গুণগত মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করতে সমাজে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভালো সুনাম ও সুখ্যাতি রয়েছে’ উল্লেখ করে ‌’এই সুনাম ও সুখ্যাতি কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়টিকে সেরা বিশ্ববিদ্যালয় বানাতে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে একযোগে কাজ করার’ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ জন্য সবাইকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করতে উদাত্ত আহবান জানান।

এর আগে বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খানকে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান ড. নারগিস সুলতানা চৌধুরী এবং রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন।

সংক্ষিপ্ত বক্তৃতায় স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ড. নারগিস সুলতানা চৌধুরী নব নিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খানকে আশ্বস্ত করে বলেন, তার সুযোগ্য নির্দেশনার আলোকে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সুনাম ও সুখ্যাতি কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়কে উন্নতির শিখরে পৌঁছে দিতে শিক্ষকবৃন্দ নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করবেন।

অনুষ্ঠানে রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেইনও বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে যার যে দায়িত্ব রয়েছে তা সুচারুভাবে পালনের আহবান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন মাহবুব আলম, আইন বিভাগের প্রধান মোহাম্মদ আজহারুল ইসলাম, ইইই বিভাগের প্রধান কে.এম. আক্তারুজ্জামান, সিএসই বিভাগের প্রধান শারমিনা জামান, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান, ডেপুটি রেজিস্ট্রার আলমগীর হোসেইন-সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কার্মচারীবৃন্দ।

অনুষ্ঠান শেষে ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের শ্রেণিকক্ষ, ব্যবহারিক ক্লাস, লাইব্রেরি ইত্যাদি ঘুরে দেখেন এবং ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেন ও তাদের পড়াশোনার খোঁজ-খবর নেন। এ সময় ছাত্র-ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই গুণী অধ্যাপককে ট্রেজারার হিসেবে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন