December 23, 2024, 3:37 am
তাছলিমা তমাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত “বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” প্রতিপাদ্য সামনে রেখে বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ ক্লাব। ৯ জুলাই ২০২৪ (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান আশুলিয়া ক্যাম্পাস প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেন।
এ সময় এক সংক্ষিপ্ত বক্তৃতায় অধ্যাপক ড. আব্দুছ ছবুর খান ইসলামিক স্টাডিজ ক্লাবের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে সপ্তাহব্যাপী এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়ার আহবান জানান।
অন্যদের মাঝে স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ, রেজিস্ট্রার ড. মোঃ মোয়াজ্জম হোসেন, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও ইসলামিক স্টাডিজ ক্লাবের মডারেটর ড. মোহাম্মদ রুহুল আমীন, ক্লাবের সভাপতি মাহমুদ হাফিজ, জেনারেল সেক্রেটারি মুতাসিম মুনিব প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সপ্তাহব্যাপী এ বৃক্ষরোপণ অভিযানের আওতায় সারাদেশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করার কর্মসূচি হাতে নিয়েছেন ইসলামিক স্টাডিজ ক্লাবের সদস্যরা। কর্মসূচির আওতায় প্রতিটি ছাত্র-ছাত্রীকে অন্তত ৩টি করে চারা রোপণ করতে উদ্বুদ্ধ করা হচ্ছে ক্লাবের পক্ষ থেকে।